শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন
উদ্দীপন প্রতিষ্ঠানে চাকুরি: বাংলাদেশের বেসরকারী প্রথম সারির প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান উদ্দিপন । বাংলাদেশের বেসরকারী উন্নয়ন সংস্থা “ উদ্দীপন ” মোট ৪ টি বিশেষ পদে ১১২ জন নিয়োগ দিচ্ছে । ০৯ই ফেব্রুয়ারী ২০১৯ তারিখে UDDIPAN এর অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগটি প্রকাশ করা হয় । বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে নিচে যাবতীয় অংশটুকু পড়ুন ।
পদের নাম: | ডেপুটি ম্যানেজার ও আঞ্চলিক ব্যবস্থাপক (ক্ষুদ্র ঋণ কর্মসুচী ) , সিনিয়র প্রোগ্রাম অফিসার ও ব্যাঞ্চ ম্যানেজার (ক্ষুদ্র ঋণ কর্মসূচী ) , ফাস্ট প্রোগাম অফিসার ও ব্যাঞ্চ একাউনটেন্ট ( অর্থ ও বিভাগ ) , ফাস্ট ক্রেডিট অফিসার ( ক্ষুদ্র ঋন কর্মসূচী ) |
---|---|
পদ সংখ্যা: | ১১২ জন |
বিজ্ঞপ্তিটি দেখতে: | এই লিংকে ক্লিক করুন |
শিক্ষাগত যোগ্যতা: | নিচের পুরো বিজ্ঞপ্তিটি দেখুন |
সূত্র: | দৈনিক প্রথম আলো {০৯/০২/২০১৯খ্রি: (পৃ: ৮ )} |
ক্রমিক নং | পদের নাম | পদ সংখ্যা | বেতন | শিক্ষাগত যোগ্যতা |
---|---|---|---|---|
১ | ডেপুটি ম্যানেজার ও আঞ্চলিক ব্যবস্থাপক (ক্ষুদ্র ঋণ কর্মসুচী | ৫ জন | ৩০,০২১/- | যে কোন বিষয়ে স্নাতকোত্তর পাশ এবং বয়স সর্বোচ্চ ৪০ বছর তবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য । সুপ্রতিষ্ঠিত জাতীয় / আর্ন্তজাতিক পর্যায়ে প্রতিষ্ঠানে সঞ্চয় ও ঋণ কার্যক্রমে কমপক্ষে ৫-৭ বছর আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে । |
২ | সিনিয়র প্রোগ্রাম অফিসার ও ব্র্যাঞ্চ ম্যানেজার ( ক্ষুদ্র ঋণ কর্মসূচী ) | ৩০ জন | ২২,২০২/- | যে কোন বিষয়ে স্নাতকোত্তর পাশ এবং বয়স সর্বোচ্চ ৪০ বছর তবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য । সুপ্রতিষ্ঠিত জাতীয় / আর্ন্তজাতিক পর্যায়ে প্রতিষ্ঠানে সঞ্চয় ও ঋণ কার্যক্রমে কমপক্ষে ২-৫ বছর শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে । |
৩ | ফাস্ট প্রোগাম অফিসার ও ব্র্যাঞ্চ একাউনটেন্ট ( অর্থ ও বিভাগ ) | ১০ জন | ১৬,৬০৬/- | প্রার্থীকে স্নাতক (বাণিজ্য ) / সমমানে পাশ এবং বয়স সর্বোচ্চ ৩২ বছর । প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে এমএস ওর্য়াড ও এক্সেলে কাজের দক্ষতা থাকতে হবে এবং দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন কাজে কাজ করার মানসিকতা থাকতে হবে । |
৪ | ফাস্ট ক্রেডিট অফিসার ( ক্ষুদ্র ঋন কর্মসূচী ) | ৬৭ জন | ১৪,৭১৩/- | এইচএসসি / সমমানে পাশে এবং বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে । |
১) উদ্দীপন প্রতিষ্ঠানে চাকুরি সকল পদের ক্ষেত্রে বর্ণিত মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্যপ্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধাদি যেমন – কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড ,গ্যাচুইটি , বাৎসরিকি ইনক্রিমেন্ট , ২টি উৎসব বোনাস , কর্মী ঋণ , মোটর সাইকেল ঋণ , দুরত্ব ভাতা এবং ফ্রি বাসস্থান (মেট্রোপলিটন সিটির বাইরে কর্মরত কর্মীদের জন্য) প্রভৃতি পাবেন ।
২) কর্মস্থল :১-৪ নং পদের কর্মস্থল উদ্দীপনের কর্ম এলাকা বাংলাদেশের যে কোনো জেলা/ উপজেলায় ।
৩) সংস্থার প্রয়োজনে অবেদনকারীর সাথে সরাসরি এবং তাক্ষকণিকভাবে যোগাযোগ করার জন্য সঠিক মোবাইল নম্বর ও যোগাযোগ ঠিকানা দরকাস্তে অবশ্যই উল্লেখ করতে হবে ।
৪) খামের উপর পদের নাম এবং ৪নং পদের জন্য প্রার্থী যে এলাকায় (ঢাকা , কুমিল্লা , চট্টগ্রাম , নোয়াখালী , বরিশাল , পিরোজপুর , পটুয়াখালী , কুষ্টিয়া , বগুড়া , সুনামগঞ্জ , রাজশাহী , চাদঁপুর , যশোর , এবং রংপুর )পরীক্ষা দিতে ইচ্ছুক লিখতে হবে ।
৫) আবেদনপত্রের সাথে ২০০/- টাকার ব্যাংক ড্রাফট / পে-অর্ডার / পোস্টাল অর্ডার (অফেরত যোগ্য ) উদ্দীপন এর অনুকুলে জমা দিতে হবে । ৬) আবেদনকারীকে ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত , শিক্ষাগত যোগ্যতা , ও ফোন নম্বর উল্লেখ সহ ঊর্ধ্বতন সহকারী , পরিচালক ও প্রধান , মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ , উদ্দীপনা –প্রধান কার্যালয় , বাড়ী নং-৯, রোড নং -০১ , ব্লক- এফ, জনতা কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: রিং রোড , আদাবর , ঢাকা- ১২০৭ বরাবর ২৪/০২/২০১৯খ্রি: তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে ।
Leave a Reply