শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন
কম্পিউটার বিষয়ক নৈর্ব্যক্তিক প্রশ্ন: কম্পিউটার বিষয়ক সাধারন জ্ঞান এর গুরুত্বপূর্ন MCQ গুলো চাকরি খুঁজুন.কম ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে, উক্ত MCQ সমূহ ভালোভাবে আয়ত্ত করতে পারলে বিভিন্ন চাকরির পরীক্ষায় ICT বিষয়ক MCQ গুলো কমনের নিশ্চয়তা দিতে পারে চাকরি খুঁজুন.কম কেননা নিম্নেলিখিত MCQ এর বেশি অংশই বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে নেয়া ।
কম্পিউটার বিষয়ক নৈর্ব্যক্তিক প্রশ্ন | |
---|---|
০১ | কম্পিউটার জগতের কিংবদন্তি কে- |
উত্তরঃ | বিল গেটস |
০২ | NASA এর পূর্নরূপ কী ? |
উত্তরঃ | National Aeronautics and Space Adminstration (NASA) |
০৩ | NASA এর সদর দপ্তর কোথায়? |
উত্তরঃ | ফ্লোরিডা ( USA ) |
০৪ | ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? |
উত্তরঃ | মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাস্টিন মক্সোভিটজ, এডুয়ার্জে, উস্যাভেরিন। |
০৫ | জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক কবে প্রতিষ্ঠিত হয়? |
উত্তরঃ | ২০০৪ সালে । |
০৬ | FACEBOOK -এর সদর দপ্তর কোথায় ? |
উত্তরঃ | California |
০৭ | বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্ঠাতা কে ? |
উত্তরঃ | গুগল এর প্রতিষ্ঠাতা মূলত দুইজন। ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন |
০৮ | Google কবে প্রতিষ্ঠা করা হয় ? |
উত্তরঃ | ১৯৯৮ খ্রিঃ |
০৯ | জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট কি কি ? |
উত্তরঃ | Twitter, Facebook, Diaspora, MySpace, Orkut. |
১০ | জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট টুইটার কবে প্রতিষ্ঠিত হয় ? |
উত্তরঃ | ২০০৬ সালে। |
১১ | টুইটারের প্রতিষ্ঠাতা কে? |
উত্তরঃ | জ্যাক উর্সে, ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন। |
১২ | Youtube কি ? |
উত্তরঃ | YouTube ভিডিও শেয়ারিং সাইট |
১৩ | YouTube এর প্রতিষ্ঠাতা কে ? |
উত্তরঃ | স্টিভ চ্যান জাভেদ করিম। |
১৪ | ইন্টারনেটের জনক কে ? |
উত্তরঃ | ভিনটন জি কার্ফ। |
১৫ | ই-মেইল এর জনক কে ? |
উত্তরঃ | রে টমলি সন। |
১৬ | উইকিপিডিয়া কে প্রতিষ্ঠা করেন? |
উত্তরঃ | জিমি ওয়েলস ( যুক্তরাষ্ট্র ) |
১৭ | ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কি বলে ? |
উত্তরঃ | টেলি মেডিসিন। |
১৮ | ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ? |
উত্তরঃ | ডট কম |
১৯ | কম্পিউটারের DPT এর পূর্ণ রূপ কী ? |
উত্তরঃ | #Dual_Port_Transreceive |
২০ | বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কী? |
উত্তরঃ | ARPANET ( Advanced Research Projects Agency Network) |
২১ | স্প্যাম কি ? |
উত্তরঃ | অনাকাঙ্কিত ই-মেইল। |
২২ | বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার কোনটি ? |
উত্তরঃ | মোজাইক |
২৩ | বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘরটি অবস্থিত- |
উত্তরঃ | USA |
২৪ | কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতির উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম ? |
উত্তরঃ | লেজার প্রিন্টার |
২৫ | 4G এর প্রকৃত ব্যান্ডউইথ কত ? |
উত্তরঃ | 10Mbps |
২৬ | কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডট কম রেজিষ্ট্রেশন করে কবে ? |
উত্তরঃ | ১৫ মার্চ ১৯৮৫ সালে। |
২৭ | বাংলাদেশে কত সালে প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয়? |
উত্তরঃ | ১৯৬৪ সালে পরমাণু শক্তি কমিশনে |
২৮ | মোবাইল ফোনের জনক কে? |
উত্তরঃ | মার্টিন কুপার। |
২৯ | HTML এর পূর্ণরুপ কি ? |
উত্তরঃ | Hyper Text Markup Language |
৩০ | CSS এর পূর্ণরূপ কি ? |
উত্তরঃ | Cascading Style Sheets |
৩১ | Php এর পূর্ণরূপ কি ? |
উত্তরঃ | Hypertext Preprocessor |
৩২ | ICT এর পূর্ণরূপ কি ? |
উত্তরঃ | Information and Communication Technology |
৩৩ | Wi-Fi এর পূর্ণরূপ কি ? |
উত্তরঃ | Wireless Fidelity |
৩৪ | LCD এর পূর্ণরূপ কি ? |
উত্তরঃ | Liquid Crystal Display |
৩৫ | কম্পিউটার বায়োস ( BIOS ) কি ? |
উত্তরঃ | Basic Input Output System |
৩৬ | যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে ? |
উত্তরঃ | এন্টিভাইরাস |
৩৭ | ইন্টারনেটের একাউন্ট গ্রহণকারীদের কি বলে ? |
উত্তরঃ | নেটিজেন |
৩৮ | WWW এর জনক কে ? |
উত্তরঃ | টিম বার্নাস লি |
৩৯ | গুগল হলো- |
উত্তরঃ | সার্চ ইঞ্জিন |
৪০ | IP এর পূর্ণরূপ কি ? |
উত্তরঃ | Internet Protocol. |
৪১ | ‘ মাইক্রোসফট উইন্ডোজ ’এর সর্বশেষ ভার্সন- |
উত্তরঃ | উইন্ডোজ-১০ |
৪২ | বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন অবস্থিত – |
উত্তরঃ | কক্সবাজার |
৪৩ | বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষে কোন দেশ ? |
উত্তরঃ | চীন |
৪৪ | বিশ্বগ্রাম ধারণার জনক- |
উত্তরঃ | মার্শাল ম্যাক্লুহান |
৪৫ | সাবমেরিন ক্যাবল কোথায় স্থাপন করা হয় ? |
উত্তরঃ | সাগরের তলদেশে |
৪৬ | ইন্টারনেট যে প্রোটোকলের অধীনে HTML আদান প্রদান করে- |
উত্তরঃ | http |
৪৭ | IP Address এর বর্তমান প্রচলিত ভার্সন– |
উত্তরঃ | IPV 4 |
৪৮ | BRTC- এর পূর্ণরূপ কোনটি ? |
উত্তরঃ | Bangladesh Telecommunication Regulatory Commission |
৪৯ | সুপার কম্পিউটারের উদ্ভাবক কে ? |
উত্তরঃ | সেসুর ক্রো |
৫০ | Internet শব্দটির উৎপত্তি- |
উত্তরঃ | Internet connected Network থেকে |
৫১ | কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এ কাজ করলে বা যা তৈরি হয় তাকে কি বলে? |
উত্তরঃ | ডকুমেন্ট |
৫২ | বাংলায় কাজ করার জন্য উল্লেখযোগ্য একটি সফটওয়্যার এর নাম লিখ ? |
উত্তরঃ | বিজয়। |
৫৩ | ডকুমেন্ট সংরক্ষন করা হয় কোন কমান্ডের সাহায্যে ? |
উত্তরঃ | Save |
৫৪ | আধুনিক কম্পিউটারের জনক কে ? |
উত্তরঃ | চার্লস ব্যাবেজ । |
৫৫ | কম্পিউটারের আবিষ্কারক কে ? |
উত্তরঃ | হাওয়ার্ড অ্যাইকেন । |
৫৬ | প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ? |
উত্তরঃ | লেডি অ্যাডা আগাষ্টা |
৫৬ | কম্পিউটারের প্রজম্ন কয়টি ? |
উত্তরঃ | কম্পিউটারের প্রজম্ন ছয়টি । |
৫৭ | IC শব্দের পূর্নরূপ কোনটি ? |
উত্তরঃ | Integrated Circuit. |
৫৮ | আউটপুট ডিভাইসের উদাহরন- |
উত্তরঃ | প্রিন্টার, মনিটর, প্লটার |
৫৯ | প্রাইমারি মেমোরির উদাহরন- |
উত্তরঃ | র্যাম, রোম |
৬০ | RAM এর পূর্ন নাম কি ? |
উত্তরঃ | Random Access Memory |
৬১ | ROM এর পূর্ন নাম কি ? |
উত্তরঃ | Read Only Memory |
৬২ | HDD এর পূর্ন নাম ? |
উত্তরঃ | Hard Disk Drive. |
৬৩ | ROM কোন ধরনের মেমোরি ? |
উত্তরঃ | স্থায়ী মেমোরি । |
৬৪ | RAM কোন ধরনের মেমোরি ? |
উত্তরঃ | অস্থায়ী মেমোরি । |
৬৫ | সফটওয়্যার হচ্ছে- |
উত্তরঃ | এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি |
৬৬ | Windows কী ? |
উত্তরঃ | অপারেটিং সিস্টেম । |
৬৭ | WWW এর পূর্নরূপ কি ? |
উত্তরঃ | World Wide Web. |
৬৮ | VIRUS শব্দের পূর্নরূপ কোনটি ? |
উত্তরঃ | Vital Information and resources under Seige. |
৬৯ | মনিটরের স্কীনকে কী বলে ? |
উত্তরঃ | Desktop. |
৭০ | ১ কিলোবাইট = কত বাইট ? |
উত্তরঃ | ১০২৪ বাইট । |
৭১ | Save – এর জন্য সংক্ষিপ্ত Key কোনটি ? |
উত্তরঃ | Ctrl + S |
৭২ | ফাংশন “কী ” তে মোট কতটি কী আছে । |
উত্তরঃ | F1-F12 মোট ১২ টি । |
৭৩ | BOL কি ? |
উত্তরঃ | Bangladesh Online Limited |
৭৪ | LAN শব্দের পূর্নরূপ কোনটি ? |
উত্তরঃ | Local Area Network. |
৭৫ | WAN এর পূর্নরূপ কী ? |
উত্তরঃ | Wide Area Network. |
৭৬ | NIC এর পূর্ননাম কী ? |
উত্তরঃ | Network Interface Card. |
৭৭ | Page Break করার কী-বোর্ড কমান্ড কোনটি ? |
উত্তরঃ | Ctrl + Enter |
৭৮ | MS word- এ বানান শুদ্ধ করার জন্য ব্যবহৃত হয়- |
উত্তরঃ | Spelling cheaker |
৭৯ | Document এর নাম বদলিয়ে Save করার জন্য ব্যবহৃত হয়- |
উত্তরঃ | Save as. |
৮০ | এক স্থানের লেখা মুছে অন্য স্থানে নিতে হলে কী করতে হবে ? |
উত্তরঃ | Cut – Paste |
৮১ | হার্ড ডিস্ক কোন ধরনের ডিভাইস ? |
উত্তরঃ | Storage |
৮২ | OMR এর পূর্ননাম কী ? |
উত্তরঃ | Optical Mark Reader |
৮৩ | pendrive সংযুক্ত করার জন্য কোন ধরনের port ব্যবহার করা হয় ? |
উত্তরঃ | USB |
৮৪ | CPU এর পূর্নরূপ কী ? |
উত্তরঃ | Central Processing Unit |
৮৫ | ইন্টারনেট ডকুমেন্ট-এর ঠিকানাকে কী বলে ? |
উত্তরঃ | URL |
৮৬ | মনিটর কোন ধরনের ডিভাইস ? |
উত্তরঃ | আউটপুট ডিভাইস । |
৮৭ | Page break এর সাহায্যে কি করা হয় ? |
উত্তরঃ | একটি পেইজকে দ্বিখন্ডিত করা হয় । |
৮৮ | ফোল্ডার এ ফাইল দেখার জন্য কী করতে হয় । |
উত্তরঃ | ফোল্ডারে Double Click করতে হয় । |
৮৯ | ফ্লপি ডিস্কের ধারন ক্ষমতা কত ? |
উত্তরঃ | ১.৪৪ মেগাবাইট । |
৯০ | ফাইলের নামের শেষের অংশকে কী বলে । |
উত্তরঃ | বর্ধিত অংশ (Extension part) |
৯১ | কম্পিউটার এর ভাইরাস কি ? |
উত্তরঃ | সফটওয়্যার |
৯২ | কী-বোর্ড কোন ধরনের ডিভাইস ? |
উত্তরঃ | ইনপুট ডিভাইস । |
৯৩ | কী-বোর্ডের সবচেয়ে লম্বা বাটন কোনটি ? |
উত্তরঃ | Space Bar. |
৯৪ | Microsoft Word এ কয়টি Menu থাকে ? |
উত্তরঃ | ৯ টি |
৯৫ | প্রত্যেকটি Search Engine এক একটি- |
উত্তরঃ | ব্রাউজার । |
৯৬ | পেজ সেটআপ কী ? |
উত্তরঃ | পৃষ্টার পরিমাপ নির্ধারন করা । |
৯৭ | হেডার কী ? |
উত্তরঃ | পৃষ্ঠার উপরের অংশ । |
৯৮ | ফুটার কী ? |
উত্তরঃ | পৃষ্টার নিচের অংশ । |
৯৯ | কম্পিউটার চালু করার পর কী-বোর্ডটি কোন ভাষায় থাকে ? |
উত্তরঃ | ইংরেজী |
১০০ | বাংলাদেশে কম্পিউটারে কম্পোজ করা প্রথম বাংলা পত্রিকার নাম |
উত্তরঃ | সাপ্তাহিক আনন্দ পত্র । |
পরবর্তী MCQ গুলো দেখতে নিচের Next বাটন এ ক্লিক করুন। বি:দ্র: অনুমতি ছাড়া MCQ কপি করবেন না । |
Leave a Reply