শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান : কম্পিউটার বিষয়ক সাধারন জ্ঞান এর গুরুত্বপূর্ন MCQ গুলো চাকরি খুঁজুন.কম ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে, উক্ত MCQ সমূহ ভালোভাবে আয়ত্ত করতে পারলে বিভিন্ন চাকরির পরীক্ষায় ICT বিষয়ক MCQ গুলো কমনের নিশ্চয়তা দিতে পারে চাকরি খুঁজুন.কম কেননা নিম্নেলিখিত MCQ এর বেশি অংশই বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে নেয়া ।
কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান | |
---|---|
২০১ | MS Excel –3 এর ওয়ার্কশীটে কয়টি Row ও Column থাকে- |
উত্তরঃ | ৬৫,৫৩৬ টি রো এবং ২৫৬ টি কলাম। |
২০২ | MS Excel –7 এর ওয়ার্কশীটে কয়টি Row ও Column থাকে- |
উত্তরঃ | ১০,৪৮,৫৭৬ টি রো এবং ১৬,৩৮৪ টি কলাম। |
২০৩ | বাংলাদেশে প্রথম কত সালে Email চালু হয় ? |
উত্তরঃ | ১৯৯৩ সালে। |
২০৪ | Data Sort কত প্রকার ? |
উত্তরঃ | দুই প্রকার। |
২০৫ | কোন কী চেপে কী-বোর্ডের বাম পাশের লেখা মুছা হয় ? |
উত্তরঃ | Back space key |
২০৬ | কী বোর্ডের মোট Alt Key কতটি ? |
উত্তরঃ | ২ টি |
২০৭ | Data Base প্রোগ্রাম কি ? |
উত্তরঃ | MS Access |
২০৮ | MS-Word এ বানান শুদ্ধ করার জন্য কি ব্যবহৃত হয় ? |
উত্তরঃ | Spelling Cheaker |
২০৯ | Mail Merge কোথায় থাকে ? |
উত্তরঃ | Tools-এ |
২১০ | ফ্লাশ মেমোরি বলা হয় কোনটি-কে ? |
উত্তরঃ | Pen drive |
২১১ | Recycle Bin এ কোন ধরনের ফাইল জমা থাকে ? |
উত্তরঃ | Delete কৃত। |
২১২ | কতগুলো সেলকে একত্রিত করাকে কি বলে ? |
উত্তরঃ | মার্জ সেল । |
২১৩ | ই-মেইল ঠিকানা কয় ভাগে বিভক্ত |
উত্তরঃ | ২ ভাগে |
২১৪ | Power Point এ স্লাইড শো করতে কোন Key চাপতে হয় ? |
উত্তরঃ | F5 |
২১৫ | প্রথম আবিষ্কৃত ব্রাউজারের নাম কি ? |
উত্তরঃ | মোজাইক। |
২১৬ | Column Hide কেন ব্যবহৃত হয় ? |
উত্তরঃ | Column লুকিয়ে রাখার জন্য। |
২১৭ | ফাইল মেনুর পাচঁটি কমান্ডের নাম লিখ ? |
উত্তরঃ | Save, Save as, Print, Page setup, New file, Open file |
২১৮ | OR কি ফর্মুলা ? |
উত্তরঃ | Logical. |
২১৯ | Access- এ ডাটা প্রদর্শনকে নিয়ন্ত্রণ করার জন্য কি ব্যবহৃত হয়- |
উত্তরঃ | Query |
২২০ | PHP কি ? |
উত্তরঃ | প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। |
২২১ | PHP দ্বারা কি বুঝানো হয় ? |
উত্তরঃ | Server Side Scripting |
২২২ | SQL এর পূর্নরূপ কি ? |
উত্তরঃ | Structured Query Language |
২২৩ | ৫ টি অপারেটিং সিষ্টেম এর নাম লিখ ? |
উত্তরঃ | Windows xp, Windows 7, Windows 8, Windows 8.1, Windows 10. |
২২৪ | কত গিগাবাইট সমান এক টেরাবাইট ? |
উত্তরঃ | ১০২৪ গিগাবাইট। |
২২৫ | ১+১ যোগ করলে বাইনারিতে কত হবে ? |
উত্তরঃ | ১০ |
২২৬ | পেজ সেট-আপ করার কমান্ড কোনটি ? |
উত্তরঃ | File- Page Setup- [margin, paper size] ok |
২২৭ | (a+b)2 = a2 + 2ab + b2 সূত্র লেখার জন্য কি ব্যবহৃত হয় ? |
উত্তরঃ | Format- Font- Superscript |
২২৮ | ডকুমেন্টের ব্লক করা অংশ কেটে অন্যত্র পেষ্ট করার কী-বোর্ড কমান্ড কোনটি ? |
উত্তরঃ | Ctrl-X , Ctrl-V |
২২৯ | টেবিল তৈরির জন্য কোন মেনু ব্যবহার করা হয় ? |
উত্তরঃ | Table |
২৩০ | অ্যাবসলিউট অ্যাড্রেস কোনটি ? |
উত্তরঃ | $A$25 |
২৩১ | ফোল্ডার প্রকৃতপক্ষে একটি আইকন, যার ভিতরে থাকে- |
উত্তরঃ | অতিরিক্ত ফাইল ও ফোল্ডার। |
২৩২ | Query বলতে কি বুঝায় ? |
উত্তরঃ | ডাটাবেজ থেকে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করা। |
২৩৩ | ডাটাবেস গঠিত হয়- |
উত্তরঃ | রেকর্ড নিয়ে । |
২৩৪ | Front Page কিসের জন্য ব্যবহৃত হয় ? |
উত্তরঃ | ওয়েব পেজের জন্য। |
২৩৫ | Network Operating System কোনটি ? |
উত্তরঃ | UNIX |
২৩৬ | Macro ব্যবহারের উদ্দেশ্য কি ? |
উত্তরঃ | কোন কমান্ড সহজে নির্বাহ করা । |
২৩৭ | কম্পিউটার শব্দের অর্থ কি ? |
উত্তরঃ | গণনা করা |
২৩৮ | ফার্মওয়্যার কোথায় সংরক্ষিত থাকে ? |
উত্তরঃ | ROM- এ |
২৩৯ | কোনটি অপারেটিং সিষ্টেমের কাজ নয় ? |
উত্তরঃ | ডাটা প্রসেসিং করা। |
২৪০ | র্যাম এর বৈশিষ্ট্য কি ? |
উত্তরঃ | বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায়। |
২৪১ | Gutter (গাটার) কি ? |
উত্তরঃ | পৃষ্টার মার্জিন সংযুক্ত অতিরিক্ত জায়গা। |
২৪২ | Cursor কোন ডকুমেন্টের প্রথমে আনার নিয়ম কি ? |
উত্তরঃ | Ctrl + Home |
২৪৩ | Text Alignment/Justification – কত প্রকার ? |
উত্তরঃ | ৪ প্রকার । |
২৪৪ | একটি Field এর নাম লিখতে সর্বোচ্চ কয়টি Character ব্যবহার করা হয় ? |
উত্তরঃ | ৩২ টি । |
২৪৫ | ডাটাবেসের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয় ? |
উত্তরঃ | Field |
২৪৬ | সেল অ্যাড্রেস D10 এর অর্থ কি ? |
উত্তরঃ | D নং কলামের 10 নং সারি । |
২৪৭ | কোনটি স্ট্যাটিক্যাল ফাংশন ? |
উত্তরঃ | Average () |
২৪৮ | একই ম্যাসেজ বিভিন্ন প্রাপকের নিকট পাঠাতে CC ফিল্ডে কার মেইল অ্যাড্রেস টি লিখতে হয় ? |
উত্তরঃ | প্রাপকের মেইল । |
২৪৯ | টাক্সবার (Taskbar) এর অবস্থান কোথায় থাকে ? |
উত্তরঃ | ডেস্কটপের নিচে যেখানে Start লেখা থাকে। |
২৫০ | মেইল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য কোথায় ক্লিক করতে হয় ? |
উত্তরঃ | Sign out |
২৫১ | এক গিগাবাইট কত বাইটের সমান ? |
উত্তরঃ | 109 |
২৫২ | Worksheet কিসের অংশবিশেষ ? |
উত্তরঃ | Workbook |
২৫৩ | উইন্ডোজ এক্সপি কোন ধরনের সিষ্টেম ? |
উত্তরঃ | অপারেটিং সিষ্টেম। |
২৫৪ | MS-Access –এ Data সংরক্ষিত থাকে |
উত্তরঃ | টেবিলে |
২৫৫ | MS-Word- এ Ctrl + D command টি প্রয়োগ করলে কোন dialogue box আসে ? |
উত্তরঃ | Font dialogue box আসে | |
২৫৬ | Caps lock On থাকলে লেখা কোন ধরনের হয় ? |
উত্তরঃ | Upper Case |
২৫৭ | সামরিক রণকৌশল নির্ণয়, আবহাওয়া পূর্বাভাস, তেল ও গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয়- |
উত্তরঃ | সুপার কম্পিউটার |
২৫৮ | শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত হয় ? |
উত্তরঃ | .edu |
২৫৯ | Data base শব্দের অর্থ কি ? |
উত্তরঃ | তথ্যের সমাবেশ। |
২৬০ | Data Base এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ফান্ডামেন্টাল- |
উত্তরঃ | Table |
২৬১ | এক্সেলের নিচের কোন ফাংশনটি আজকের তারিখ প্রদান করে ? |
উত্তরঃ | Now |
২৬২ | Go To Page এর কাজ কী ? |
উত্তরঃ | নির্দিষ্ট কোন Page এ যেতে |
২৬৩ | কোনটি স্ট্যাটিসটিক্যাল ফাংশন ? |
উত্তরঃ | Average ( ) |
২৬৪ | F5 হতে F25 সেলের ডাটা যোগ করার ফাংশন- |
উত্তরঃ | =SUM (F5 : F25) |
২৬৫ | কোনটি Network Operating system ? |
উত্তরঃ | Unix |
২৬৬ | মেমরির একক কি ? |
উত্তরঃ | বাইট |
২৬৭ | MS Access এর ক্ষেত্রে ক্যুয়েরি কত প্রকার ? |
উত্তরঃ | ৫ (পাচঁ) প্রকার । |
২৬৮ | প্রথম বানিজ্যিক কম্পিউটারের নাম কি ? |
উত্তরঃ | UNIVAC |
২৬৯ | দুটি নেটওয়ার্ক অপারেটিং সিষ্টেম এর নাম লিখ ? |
উত্তরঃ | UNIX, LINUX |
২৭০ | MS Word এর টেবিলে- |
উত্তরঃ | রো ও কলাম উভয়-ই বাড়ানো যায়। |
২৭১ | MS-Access- এ Data Entry করার জন্য মূলত ব্যবহৃত হয়- |
উত্তরঃ | Form |
২৭২ | খুব দ্রুত ভাইরাস বিস্তার ঘটায় কোন ডিভাইসের মাধ্যমে ? |
উত্তরঃ | পেন ড্রাইভ |
২৭৩ | Record কিসের সমষ্টি |
উত্তরঃ | Field |
২৭৪ | a4 লেখার জন্য কি ব্যবহৃত হয় ? |
উত্তরঃ | Superscript |
২৭৫ | b2 লেখার জন্য কি ব্যবহৃত হয় ? |
উত্তরঃ | Subscript |
২৭৬ | Excel এ = চিহ্ন কখন ব্যবহৃত হয় ? |
উত্তরঃ | Function লেখার জন্য |
২৭৭ | Equation editor কী ? |
উত্তরঃ | গাণিতিক Function কম্পোজ করার জন্য। |
২৭৮ | Function কোন মেনুর অধীনে থাকে ? |
উত্তরঃ | Insert |
২৭৯ | যেসব যন্ত্রের সাহায্যে কম্পিউটার কাজের ফলাফল প্রদর্শিত হয়, ঐসব যন্ত্রকে কি বলা হয় ? |
উত্তরঃ | Output Device |
২৮০ | কী-বোর্ড থেকে প্রদত্ত প্রিন্ট কমান্ড কোনটি ? |
উত্তরঃ | Ctrl + P |
২৮১ | টাক্সবার সেটিং কয়ভাগে ভাগ করা যায় ? |
উত্তরঃ | চার ভাগে । |
২৮২ | মাউস, কী-বোর্ড ইত্যাদি সেটিং করা যায় কোন জায়গা থেকে ? |
উত্তরঃ | কন্ট্রোল পেনেল । |
২৮৩ | MD এর কাজ কী ? |
উত্তরঃ | Making Directory তৈরি |
২৮৪ | Disk ফরম্যাট কি ? |
উত্তরঃ | ডিস্ককে কার্যোপযোগী করা। |
২৮৫ | কম্পিউটারের ভাইরাস এক ধরনের – |
উত্তরঃ | ক্ষতিকারক প্রোগ্রাম । |
২৮৬ | কম্পিউটারের ভাইরাস কিসে আঘাত করে ? |
উত্তরঃ | হার্ডডিস্ক -কে। |
২৮৭ | বর্তমান যুগকে বলা হয় ? |
উত্তরঃ | তথ্য যুগ |
২৮৮ | কলাম ও সারি মিলিত হয়ে কি তৈরি করে ? |
উত্তরঃ | টেবিল। |
২৮৯ | কম্পিউটারের মূল অংশগুলোর নাম লিখ ? |
উত্তরঃ | 1. Input Unit, Output Unit, CPU Unit. |
২৯০ | সময় প্রদর্শনের জন্য কমান্ড কোনটি ? |
উত্তরঃ | Time (Hour, Minute, Second) |
২৯১ | বর্তমানে CPU-এ Microprocessor হিসেবে কোন Device টি বিদ্যমান ? |
উত্তরঃ | ৮০৮৮ |
২৯২ | Press Alt + E চাপলে |
উত্তরঃ | Edit -এ যাবে |
২৯৩ | Undo এর কাজ কি ? |
উত্তরঃ | বাতিল কাজ পুনরায় পিরিয়ে পাওয়া। |
২৯৪ | নেপিয়ার কোন দেশের বিজ্ঞানী ছিলেন ? |
উত্তরঃ | জার্মানি |
২৯৫ | কার্যগত দিক দিয়ে কম্পিউটার সফটওয়্যারকে কয়টি শ্রেনীতে ভাগ করা যায় ? |
উত্তরঃ | দুই ভাগে |
২৯৬ | Ctrl + Esc কী দুটি একসঙ্গে চাপলে পর্দায় কোন মেন্যুটি ওপেন হবে ? |
উত্তরঃ | Start |
২৯৭ | রাউটার কী ? |
উত্তরঃ | Hardware device |
২৯৮ | কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ? |
উত্তরঃ | তিন প্রকার |
২৯৯ | লগারিদম সারণি তৈরি করেন কে ? |
উত্তরঃ | জন নেপিয়ার । |
৩০০ | PCI এর পূর্নরূপ কি ? |
উত্তরঃ | Peripheral Component Interconnect. |
পরবর্তী MCQ গুলো দেখতে নিচের Next বাটন এ ক্লিক করুন। বি:দ্র: অনুমতি ছাড়া MCQ কপি করবেন না । |
Leave a Reply