বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
কম্পিউটার সম্পর্কিত MCQ প্রশ্ন : কম্পিউটার বিষয়ক সাধারন জ্ঞান এর গুরুত্বপূর্ন MCQ গুলো চাকরি খুঁজুন.কম ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে, উক্ত MCQ সমূহ ভালোভাবে আয়ত্ত করতে পারলে বিভিন্ন চাকরির পরীক্ষায় ICT বিষয়ক MCQ গুলো কমনের নিশ্চয়তা দিতে পারে চাকরি খুঁজুন.কম কেননা নিম্নেলিখিত MCQ এর বেশি অংশই বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে নেয়া ।
কম্পিউটার সম্পর্কিত MCQ প্রশ্ন | |
---|---|
১০১ | কত তারিখে সাপ্তাহিক আনন্দ পত্রিকা প্রথম প্রকাশিত হয় ? |
উত্তরঃ | ১৬ মে ১৯৮৭ সালে । |
১০২ | বর্তমান সময়ে বহুল ব্যবহৃত ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার কোনটি ? |
উত্তরঃ | M.S Word |
১০৩ | M.S Word কোন কোম্পানির তৈরি ? |
উত্তরঃ | মাইক্রোসফ্ট কর্পোরেশন। |
১০৪ | কত সাল থেকে ইন্টারনেটের কার্যক্রম শুরু হয় ? |
উত্তরঃ | ১৯৯০ সাল থেকে । |
১০৫ | সাধারন চিঠিপত্র লেখার জন্য কোন প্রোগ্রাম ব্যবহৃত হয় ? |
উত্তরঃ | MS Word |
১০৬ | সহায়ক মেমোরি কোনটি ? |
উত্তরঃ | হার্ডডিস্ক । |
১০৭ | কী -বোর্ডে অ্যারো কী- এর সংখ্যা কয়টি ? |
উত্তরঃ | ৪ টি |
১০৮ | মাইক্রোসফ্ট ওয়ার্ডে Save কমান্ড কোন মেনুতে থাকে ? |
উত্তরঃ | ফাইল মেনুতে। |
১০৯ | ফাইল সেভ করার জন্য কোন মেনু প্রয়োজন ? |
উত্তরঃ | ফাইল মেনু |
১১০ | বানান সংশোধন করার কাজকে কী বলা হয় ? |
উত্তরঃ | গ্রুফ দেখা |
১১১ | Find কমান্ড কোন মেনুতে থাকে ? |
উত্তরঃ | Edit মেনুতে |
১১২ | Page Break এর কী -বোর্ড কমান্ড কোনটি ? |
উত্তরঃ | Ctrl + Enter |
১১৩ | কী -বোর্ড এ কন্ট্রোল কী এর সংখ্যা কতটি ? |
উত্তরঃ | ২ টি । |
১১৪ | Excel এ একাধিক সেলকে একত্রিত করাকে কী বলে ? |
উত্তরঃ | Merge |
১১৫ | ই-মেইল পদ্ধতি হল- |
উত্তরঃ | ইলেকট্রনিক ডাক যোগাযোগ |
১১৬ | ১ GB = কত মেগাবাইট (MB)? |
উত্তরঃ | ১০২৪ মেগাবাইট |
১১৭ | USB এর পূর্নরূপ কী ? |
উত্তরঃ | Universal Serial Bus. |
১১৮ | প্রথম মাইক্রোপ্রসেসর ৪০০৪ কত সালে আবিষ্কৃত হয় ? |
উত্তরঃ | ১৯৭১ সালে । |
১১৯ | হাতের তালুতে রেখে কোন কম্পিউটার দ্বারা কাজ করা যায় ? |
উত্তরঃ | পামটপ |
১২০ | ১ কিলোবাইট সমান কত বাইট ? |
উত্তরঃ | ১০২৪ বাইট । |
১২১ | বাম দিকের অক্ষর মুছার জন্য কী বোর্ডের কোন কী চাপতে হয় ? |
উত্তরঃ | – Backspace |
১২২ | কম্পিউটারের পূর্বপুরুষ বলা হয় কাকে ? |
উত্তরঃ | আবাকাস নামক গণনাকারী যন্ত্রকে । |
১২৩ | ‘ATM’ এর পূর্নরূপ কি ? |
উত্তরঃ | Automated Teller Machine |
১২৪ | Query এর কাজ কী ? |
উত্তরঃ | প্রয়োজনীয় ডাটা খুজে বের করা । |
১২৫ | কম্পিউটারের স্থায়ী মেমোরি নয় কোনটি ? |
উত্তরঃ | RAM |
১২৬ | বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি ? |
উত্তরঃ | পিপীলিকা |
১২৭ | www.bteb.gov.bd এটি কিসের ওয়েব অ্যাড্রেস ? |
উত্তরঃ | বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড । |
১২৮ | bteb দ্বারা কি বুঝানো হয় ? |
উত্তরঃ | Bangladesh Technical Education Board. |
১২৯ | HTML এর পূর্নরূপ কি ? |
উত্তরঃ | Hyper Text Markup Language. |
১৩০ | ‘Data’ (ডাটা) শব্দের অর্থ কি ? |
উত্তরঃ | তথ্য |
১৩১ | প্রথম মাইক্রো কম্পিউটারের নাম কি ? |
উত্তরঃ | এ্যাপেল |
১৩২ | BIOS- এর পূর্ণনাম কি ? |
উত্তরঃ | Basic Input Output System. |
১৩৩ | M.S word কোন ধরনের প্রোগ্রাম ? |
উত্তরঃ | ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম । |
১৩৪ | M.S Power Point কোন ধরনের প্রোগ্রাম ? |
উত্তরঃ | প্রেজেন্টেশন প্রোগ্রাম । |
১৩৫ | Microsoft Acces কোন ধরনের প্রোগ্রাম ? |
উত্তরঃ | ডাটাবেজ প্রোগ্রাম। |
১৩৬ | Microsoft Excel কোন ধরনের প্রোগ্রাম ? |
উত্তরঃ | স্প্রেডশীট প্রোগ্রাম। |
১৩৭ | Printer কোন ধরনের ডিভাইস ? |
উত্তরঃ | আউটপুট |
১৩৮ | A4 সাইজের কাগজের পরিমান কত ? |
উত্তরঃ | প্রস্থ = ৮.২৭”, দৈর্ঘ্য = ১১.৬৯” |
১৩৯ | Legal সাইজের কাগজের পরিমান কত ? |
উত্তরঃ | প্রস্থ = ৮. ৫”, দৈর্ঘ্য = ১৪” |
১৪০ | Letter সাইজের কাগজের পরিমান কত ? |
উত্তরঃ | প্রস্থ = ৮.৫”, দৈর্ঘ্য = ১১” |
১৪১ | ভাইরাস Protect করার জন্য কী ব্যবহার করা হয় ? |
উত্তরঃ | অ্যান্টিভাইরাস |
১৪২ | Undo করার জন্য সংক্ষিপ্ত Command কোনটি ? |
উত্তরঃ | Ctrl + Z |
১৪৩ | লেখা ছোট করার কী-বোর্ড শর্টকাট Command কোনটি ? |
উত্তরঃ | Ctrl + [ |
১৪৪ | লেখা বড় করার কী-বোর্ড শর্টকাট Command কোনটি ? |
উত্তরঃ | – Ctrl + ] |
১৪৫ | ডকুমেন্টের সব লেখা ব্লক করার নিয়ম কী ? |
উত্তরঃ | Ctrl + A |
১৪৬ | Print এর শর্টকার্ট কমান্ড কোনটি ? |
উত্তরঃ | Ctrl + P |
১৪৭ | Cut করার কী বোর্ড কমান্ড কোনটি ? |
উত্তরঃ | Ctrl + X |
১৪৮ | Word-এ কপি করার জন্য Short Key কোনটি ? |
উত্তরঃ | Ctrl + C |
১৪৯ | পেষ্ট করার কী-বোর্ড কমান্ড কোনটি ? |
উত্তরঃ | Ctrl + V |
১৫০ | Redo এর কী বোর্ড কমান্ড কোনটি ? |
উত্তরঃ | Ctrl + Y |
১৫১ | Close এর কমান্ড কোনটি ? |
উত্তরঃ | Ctrl + W |
১৫২ | বিজয় চালু করার কীবোর্ড কমান্ড কোনটি ? |
উত্তরঃ | Ctrl + Alt + B |
১৫৩ | Double Underline করার সংক্ষিপ্ত কমান্ড কি ? |
উত্তরঃ | Ctrl + Shift + D |
১৫৪ | Font ফন্ট) পরিবর্তনের শর্টকাট কমান্ড কোনটি ? |
উত্তরঃ | Ctrl + D |
১৫৫ | MS Word প্রোগ্রামে New ডকুমেন্ট খুলার কমান্ড কোনটি ? |
উত্তরঃ | Ctrl + N |
১৫৬ | ডকুমেন্ট সংরক্ষন করা হয় কোন কমান্ডের সাহায্যে ? |
উত্তরঃ | Save |
১৫৭ | পেনড্রাইভ কোন ধরনের ডিভাইস ? |
উত্তরঃ | ইনপুট-আউটপুট ডিভাইস । |
১৫৮ | HTTP –এর পূর্নরূপ কি ? |
উত্তরঃ | Hyper Text Transfer Protocol. |
১৫৯ | ই-মেইল অর্থ হল- |
উত্তরঃ | ইলেকট্রনিক মেইল |
১৬০ | দুটি ব্রাউজারের নাম লিখ- |
উত্তরঃ | Mozila Firefox , Google Chrome |
১৬১ | একটি চিঠি ভিন্ন ভিন্ন ঠিকানায় পাঠাবার জন্য কী ব্যবহার করা হয় ? |
উত্তরঃ | Mail Merge |
১৬২ | Excel Program এ ফাইল Save করলে File Name এর শেষে কী যুক্ত হয় ? |
উত্তরঃ | .Xls |
১৬৩ | MS Word এ ফাইল সেভ করলে File Name এর শেষে কী যুক্ত হয় ? |
উত্তরঃ | .docx |
১৬৪ | Microsoft PowerPoint এর ফাইল extension কি ? |
উত্তরঃ | .PPTX / .PPT |
১৬৫ | Windows কোন ধরনের প্রোগ্রাম ? |
উত্তরঃ | Operating System. |
১৬৬ | মাউস কোন ধরনের ডিভাইস ? |
উত্তরঃ | ইনপুট ডিভাইস । |
১৬৭ | স্প্রেডশীট প্যাকেজ দিয়ে কী কাজ করা হয় ? |
উত্তরঃ | Accounting এর কাজ করা হয় । |
১৬৮ | E-Commerce কী ? |
উত্তরঃ | ইলেক্ট্রনিক কমার্স-কে ই কমার্স বলা হয় । |
১৬৯ | MS Word- এ সর্বনিম্ন কত % পর্যন্ত Zoom করা যায় ? |
উত্তরঃ | ১০% |
১৭০ | Excel -এ Default ভাবে কতটি Sheet থাকে ? |
উত্তরঃ | ৩ টি , (শীট ১, শীট ২, শীট ৩) |
১৭১ | MS Excel-2003 এ কতটি Cell থাকে ? |
উত্তরঃ | ১৬৭৭৭২১৬ |
১৭২ | MS Excel-2007 এ কতটি Cell থাকে ? |
উত্তরঃ | ১৭১৭৯৮৬৯১৮৪ টি । |
১৭৩ | ২ GB = কত কিলোবাইট ? |
উত্তরঃ | 221 |
১৭৪ | ৩য় প্রজম্নের কম্পিউটারের বৈশিষ্ট্য কি ? |
উত্তরঃ | IC ব্যবহৃত হয়। |
১৭৫ | ফুটার কি ? |
উত্তরঃ | প্রতিটি পৃষ্টার নিচের মার্জিনের অংশ । |
১৭৬ | ডকুমেন্টের পেজের উপরের অংশকে কি বলা হয় ? |
উত্তরঃ | হেডার। |
১৭৭ | ই-মেইল এর নতুন অ্যাকাউন্ট খোলার জন্য কোনটি ব্যবহৃত হয়- |
উত্তরঃ | Sign Up |
১৭৮ | কুয়েরি বলতে কি বুঝায় ? |
উত্তরঃ | ডাটাবেজ থেকে প্রয়োজনীয় তথ্য খুজে বের করা । |
১৭৯ | কী-বোর্ডকে কয়টি শ্রেনীতে ভাগ করা হয় ? |
উত্তরঃ | ৫ টি । |
১৮০ | কী-বোর্ডে মোট কতটি Arrow Key থাকে ? |
উত্তরঃ | ৪টি |
১৮১ | এক্সেলে Logical ফাংশন কোনটি ? |
উত্তরঃ | =IF |
১৮২ | লগারিদম সারণি কে তৈরি করেন ? |
উত্তরঃ | জন নেপিয়ার । |
১৮৩ | সবচেয়ে সরল সংখ্যা পদ্ধতি কি ? |
উত্তরঃ | বাইনারি । |
১৮৪ | Legal Size কাগজের পরিমান কত ? |
উত্তরঃ | দৈর্ঘ্য ১৪”, প্রস্থ ৮ ১/২ “ |
১৮৫ | F5 হতে F25 সেলের ডাটা যোগ করার ফাংশন- |
উত্তরঃ | =Sum(F5:F25) |
১৮৬ | Google কি ? |
উত্তরঃ | একটি সার্চ ইঞ্জিন |
১৮৭ | DVD এর Capacity কত ? |
উত্তরঃ | ৭৫০ গই থেকে ৪এই পর্যন্ত বিভিন্ন মানের হয়ে থাকে। |
১৮৮ | Attach file বলতে কি বুঝায় । |
উত্তরঃ | সংযুক্ত |
১৮৯ | ফার্মওয়্যার কি ? |
উত্তরঃ | ROM |
১৯০ | কী-বোর্ডে কতগুলো Key থাকে ? |
উত্তরঃ | ১০৪ টি বা কখনও কখনও এর চেয়েও বেশি । |
১৯১ | এক নিবল সমান কত বিট ? |
উত্তরঃ | ৪ বিট |
১৯২ | অ্যাসকি (অঝঈওও) কয় বিটের হয় ? |
উত্তরঃ | ৭ বিট । |
১৯৩ | ওয়ার্কশীটের Row কি দ্বারা নির্দেশ করা হয় ? |
উত্তরঃ | নম্বর দিয়ে |
১৯৪ | ছবি, টেক্সট, গ্রাফ ইত্যাদির ক্ষেত্রে কোন object টি ব্যবহৃত হয় |
উত্তরঃ | OLE |
১৯৫ | D11 হতে D20 সেলের যোগ করার ফাংশন- |
উত্তরঃ | =Sum (D11:D20 ) |
১৯৬ | Line Spacing দেড়গুন করার কমান্ড কি ? |
উত্তরঃ | Ctrl + 1.5 |
১৯৭ | Excel -এ একাধিক Cell একত্রিত করাকে কি বলে ? |
উত্তরঃ | Merge |
১৯৮ | File close– এর কী-বোর্ড কমান্ড কোনটি ? |
উত্তরঃ | Ctrl + F4 |
১৯৯ | Mozila Firefox হলো এক ধরনের- |
উত্তরঃ | ব্রাউজার |
২০০ | Spelling and Grammar – এর জন্য কোন ফাংশন কী চাপতে হয় |
উত্তরঃ | F7 |
পরবর্তী MCQ গুলো দেখতে নিচের Next বাটন এ ক্লিক করুন। বি:দ্র: অনুমতি ছাড়া MCQ কপি করবেন না । |
Leave a Reply