বুধবার, ২৪ মে ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ন
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ১৯৬৭ খ্রি: স্থাপিত হয় । শিক্ষা মন্ত্রণালয়-এর অধীনে এই অধিদপ্তর পরিচালিত হয় । বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর –এর কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে ০৪ সেপ্টেম্বর ২০১৯খ্রি: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । যেখানে তারা ২৫টি পদে ৪০৯ জন লোক নিয়োগ করবে ।
আগ্রহী প্রার্থীরা আর বিলম্ব না করে এখনি আবেদন করে ফেলুন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের পছন্দের পদটিতে । আবেদন করতে নিচের APPLY বাটনটিতে ক্লিক করুন । আবেদন করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে এক নজরে দেখে নিন ।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি-সহ সরকারী-বেসরকারী যেকোনো ধরণের চাকরির খোজঁ খবর রাখতে চোখ রাখুন চাকরি খুঁজুন.কম ওয়েবসাইটে । সরকারী সব চাকরির খবর এক জায়গায় পেতে মেনু বাটন থেকে সরকারী চাকরী নামক ক্যাটাগরিতে ক্লিক করুন এবং বেছে নিন আপনার পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তিটি ।
পদের নাম: | নিচের অংশে দেখে নিন |
---|---|
পদ সংখ্যা: | ৪০৯টি |
শিক্ষাগত যোগ্যতা: | নিচের পুরো বিজ্ঞপ্তিটি দেখুন |
চাকরির ধরন: | স্থায়ী |
বয়স: | ১৮-৩০ বছর |
আবেদন শুরু: | ০৫-০৯-২০১৯ ইং |
আবেদন শেষ: | ০৫-১০-২০১৯ ইং |
আবেদন করতে: | এই লিংকে ক্লিক করুন |
আবেদন ফি: | ১-১৫ নং ১০০/- ১৬-২৩নং ৫০/- |
পদের নাম ও বেতন | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
---|---|---|
ফার্মাস্টিক ১২,৫০০-৩০,২৩০/- (গ্রেড:১১) | ০৪ টি | এসএসসি বা সমমান পাশ সহ ৩ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ফামের্সী কোর্স-এ উর্ত্তীণ । |
ড্রাফটম্যান ১৬,০০০-৩৮,৬৮০/- (গ্রেড: ১০) | ০৭ টি | ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং বা সমমানে পরীক্ষায় উর্ত্তীণ । |
সাটঁ লিপিকার কাম কম্পিউটার অপারেটর ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড: ১৩) | ০১ টি | এইচএসসি বা সমমানের পরীক্ষায় উর্ত্তীণ সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত । |
উচ্চমান সহকারী ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড: ১৪) | ০৯ টি | স্নাতক বা সমমানের ডিগ্রী । |
হিসাব রক্ষক ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড: ১৪) | ০৬ টি | বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রী । |
সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড: ১৪) | ০৩ টি | এইচএসসি বা সমমানের পরীক্ষায় উর্ত্তীণ সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত । |
লাইব্রেরীয়ান ১০,২০০-২৪,৬৮০/- (গ্রেড: ১৪) | ০৬ টি | স্নাতক বা সমমানের ডিগ্রীসহ লাইবেরী সাইন্সে ডিপ্লোমা । |
ক্রাফট ইন্সট্রাক্টর (সপ) ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড: ১৩) | ৩১ টি | সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি (ভোক) উর্ত্তীণ । |
ক্রাফট ইন্সট্রাক্টর (টিআর/ইলেকট্রনিক্স/টেক) ১১,০০০-২৬,৫৯০/- (গ্রেড: ১৩) | ২৭ টি | |
তড্রাইভার (হেভী/লাইট) ৯,৭০০-২৩,৪৯০/- (হেভী) গ্রেড: ১৫ ৯,৩০০-২২,৪৯০/- (লাইট) গ্রেড:১৬ ততত |
১০ টি | এসএসসি বা সমমানের পাশসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ৩ বছরের অভিজ্ঞতা । |
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড:১৬) | ৩৫ টি | এইচএসসি বা সমমানের পরীক্ষায় উর্ত্তীণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্তসহ এপটিটিউট-এ উর্ত্তীণ । |
হিসাব সহকারী ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড:১৬) | ২২ টি | বাণিজ্য বিভাগে এইচএসসি বা ডিপ্লোমা ইন কর্মাস বা সমমানে উর্ত্তীণ । |
ক্যাশিয়ার ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড:১৬) | ০২ টি | |
সহকারী লাইব্রেরিয়ান ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড:১৬) | ০১ টি | এইচএসসি বা সমমানের পাশ সহ লাইবেরী সাইন্সে সার্টিফিকেট । |
সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার ৯,৩০০-২২,৪৯০/- (গ্রেড:১৬) | ০৬ টি | |
ইলেকট্রিশিয়ান ৮,৮০০-২১,৩১০/- (গ্রেড:১৮) | ০১ টি | এসএসসি বা সমমানের পাশসহ কারিগরী শিক্ষা বোর্ড হতে ২ বছর মেয়াদী ইলেকট্রিসিটি লাইন্সেসিং বোর্ডের বি-সার্টিফিকেট প্রাপ্ত । |
স্কীল্ডম্যান ৮,৫০০-২০,৫৭০/- (গ্রেড:১৯) | ১৪ টি | কারিগরী শিক্ষাবোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি সার্টিফিকেট (ভোক) সহ সংশ্লিষ্ট কাজের ২ বছরের অভিজ্ঞতা । |
ল্যাবরেটরী বেহারার ৮,৫০০-২০,৫৭০/- (গ্রেড:১৯) | ০১ টি | এসএসসি (বিজ্ঞান/ভোক) বা সমমানের পরীক্ষায় উর্ত্তীণ । |
বুক সর্টার ৮,২৫০-২০,০১০/- (গ্রেড:২০) | ১৭ টি | এসএসসি বা সমমানের পরীক্ষায় উর্ত্তীণ । |
অফিস সহায়ক ৮,২৫০-২০,০১০/- (গ্রেড:২০) | ১৮৭ টি | |
গার্ডেনার ৮,২৫০-২০,০১০/- (গ্রেড:২০) | ০৩ টি | |
স্টোর/ ওয়ার্কসপ খালাসী ৮,২৫০-২০,০১০/- (গ্রেড:২০) | ০৪ টি | |
নিরাপত্তা প্রহরী ৮,২৫০-২০,০১০/- (গ্রেড:২০) | ১০ টি |
আবেদন ফরম ও ফি জমা দেওয়ার শুরুর তারিখ ০৫-০৯-২০১৯ ইং সকাল ১০.০০ টা হতে
আবেদন ফরম ও ফি জমা দেওয়ার শেষের তারিখ ০৫-১০-২০১৯ ইং বিকাল ০৬.০০ টা পর্যন্ত
ক. অনলাইনে পূরণকৃত সকল তথ্য যেহেতু পরবর্তী সকল কাজে ব্যবহৃত হবে সেহেতু আবেদনের পূর্বে সকল তথ্যের সঠিকতা প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত করবেন ।
খ. অনলাইনে আবেদন করার সময় আবেদনপত্রে আবেদনকারীর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৩০০) পিক্সেল ও স্বাক্ষর (দৈঘ্য ৩০০×প্রস্থ ৮০) পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
গ. ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
ঘ. অনলাইনে পূরণকৃত সকল তথ্য যেহেতু পরবর্তী সকল কাজে ব্যবহৃত হবে সেহেতু আবেদনের পূর্বে সকল তথ্যের সঠিকতা প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত করবেন ।
ঙ. পূরণকৃত আবেদনপত্রের ১টি রঙ্গিন প্রিন্ট কপি পরবর্তী সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন ।
আবেদন প্রক্রিয়া নির্ভূলভাবে সম্পন্ন হওয়ার পর আবেদন কপিতে ১টি User ID দেয়া থাকবে উক্ত User ID দিয়ে নিম্নে উল্লেখিত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid মোবইল নাম্বারে ২টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ৳১০০/- বা ৫০/- টাকা সবোর্চ্চ ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন ।
✔ ১ম SMS : DTER <স্পেস> User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।