রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৫:০৩ পূর্বাহ্ন
গোপালগঞ্জ আইডিয়াল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯ : গোপালগঞ্জ আইডিয়াল কলেজ ৭ টি পদে সার্কুলার প্রকাশ করেছে, আগ্রহীরা আবেদন করতে নিচের পুরো বিজ্ঞপ্তিটি পড়ুন ।
স্মারক নং | নি/২০১৯/০০১ |
---|---|
নিয়োগ প্রকাশের তারিখ | ১৪/০৩/২০১৯খ্রি: |
পদের নাম: | নিম্ন পুরো অংশটুকু পড়ুন |
পদ সংখ্যা: | ২৮ জন |
বয়স: | ১৮-৩৫ বছর |
আবেদন শেষ : | ০৮-০৪-২০১৯ ইং |
আবেদন ফি: | ৫০০/ ৩০০/ ২০০/- টাকার ব্যাংক ড্রাফট |
সূত্র: | সমকাল ১৬/০৩/২০১৯ খ্রি: (পৃ : ৬) |
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
---|---|
বাংলা ১টি , ইংরেজী ১টি , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১টি , পৌরনীতি ও সুশাসন ১টি , সাধারণ ইতিহাস ১টি ,যুক্তিবিদ্যা ১টি , সংস্কৃত ১টি ,সমাজকর্ম ১টি , ভূগোল ১টি , অর্থনীতি ১টি ,সমাজবিজ্ঞান ১টি ,কৃষিবিজ্ঞান ১টি , চারু ও কারুকলা ১টি , হিসাববিজ্ঞান ১টি , ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১টি , উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১টি এবং শরীরচর্চা ১টি বেতন 🙁 ২২,০০০-৫৩,০৬০/-) | স্নাতক সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী ২য় শ্রেণী / সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রী । শিক্ষাজীবন কোন ৩য় বিভাগ /শ্রেণী /সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয় । |
প্রদর্শক ১টি , বিষয় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; বেতন : (১৬,০০০-৩৮,৬৪০/-) | সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রী / সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী ২য় শ্রেণী / সমমান অথবা স্নাতক ডিগ্রী । শিক্ষাজীবন কোন ৩য় বিভাগ /শ্রেণী /সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয় । |
সহকারী গ্রন্থাগারিক ১জন , বেতন : (১৬,০০০-৩৮,৬৪০/-) | সগ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়সহ স্নাতক ডিগ্রী / সমমান অথবা স্নাতক ডিগ্রী /সমমান গ্রন্থাগার বিষয়ে ডিপ্লোমা কোন ৩য় বিভাগ /শ্রেণী /সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয় । |
অফিস সহকারী ১জন, বেতন : (৯,৩০০-২২,৪৯০/-) | এইচএসসি /সমমান ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে । শিক্ষাজীবন কোন ৩য় বিভাগ /শ্রেণী /সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয় । |
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ১জন | এইচএসসি /সমমান/ ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে । ৬ মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা কোর্সের সনদ থাকতে হবে । বাংলায় প্রতি মিনিটে ২০টি ও ইংরেজীতে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে । শিক্ষাজীবন কোন ৩য় বিভাগ /শ্রেণী /সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয় । |
ল্যাব সহকারী ১জন , বেতন: ( ৮,৮০০-২১৩১০/-) | সশিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এইচএসসি /সমমান অথবা সংশ্লিষ্ট পদে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা শিক্ষাজীবন কোন ৩য় বিভাগ /শ্রেণী /সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয় । |
অফিস সহায়ক ১টি , নিরাপত্তা প্রহরী ১টি নৈশপ্রহরী ১টি , পনিচ্ছন্নতা কর্মী ১টি , আয়া ১টি , বাগান মালী ১টি , বেতন : ( ৮,২৫০-২০,০১০/-) | জেএসসি / জেডিসি / ৮ম শ্রেণী / সমমান পাস । |
আবেদন ফরম ও ফি জমা দেওয়ার শেষের তারিখ ০৮-০৪-২০১৯ ইং পর্যন্ত
বয়সসীমা অনুর্ধ্ব ৩৫ বছর ও এনটিআরসিএ কর্তৃক নিবন্ধিত ইনডেক্সধারীদের বয়সীমা শিথিলযোগ্য ।
আবেদনকারীকে অবশ্যই বয়স , অভিজ্ঞতা , মোবাইল নাম্বার উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত , প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও নাগরিকত্ব সনদরে সত্যায়িত ফটোকপি , ২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবিসহ বরাবর অধক্ষ্য (ভারপ্রাপ্ত) , গোপালগঞ্জ আইডিয়াল কলেজ , গ্রাম : দিঘীরপাড়া , ডাকঘর : টুটামান্দ্রা , উপজেলা : গোপালঞ্জ , জেলা : গোপালগঞ্জ ঠিকানায় আবেদন করতে হবে ।আবেদপত্রের সাথে ১-৩নং পদের জন্য ৳৫০০/- টাকা , ৪-৫নং পদরে জন্য ৳৩০০/- টাকা , ৬-৭নং পদের জন্য ৳২০০/- টাকা গোপালগঞ্জ আইডিয়াল কলেজ , সোনালী ব্যাংক লি. বৌলতলী শাখা , গোপালগঞ্জ সদরের শিরোনামে ব্যাংক ড্রাফট (সঞ্চয়ী হিসাব নং০১০০৫২২৩) আবেদনপত্রের সংযুক্ত করে আবেদনপত্র আগামী ০৮/০৪/২০১৯খ্রি: তারিখের মধ্যে ডাকযোগে / হাতে হাতে জমা দিতে হবে । খামের উপরে অবশ্যই পদের নাম ও ১০/- টাকা ডাকটিকেটসহ নিজ
Leave a Reply