ট্রেড এ্যাপ্রেন্টিস কি এবং এর কাজ কি ?

  • আপডেটের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
ট্রেড-এ্যাপ্রেন্টিস-কি-এবং-এর-কাজ-কি

ট্রেড এ্যাপ্রেন্টিস

বাংলাদেশ রেলওয়েতে ট্রেড এ্যাপ্রেন্টিস পদে নিয়োগ দেয়া হয়েছে । কিন্তু অনেকেই জানেন না “ ট্রেড এ্যাপ্রেন্টিস আসলে কি এবং এর কাজ কি ” এই দুইটি বিষয় নিয়ে নিচের এই পোষ্টটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে । তার সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে ট্রেড এ্যাপ্রেন্টিস পদে কারা আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করতে হয় এগুলো স্টেপ বাই স্টেপ নিয়ে বিস্তারিত নিচে দেয়া হয়েছে ।

★ ট্রেড এ্যাপ্রেন্টিস কি ?

★ ট্রেড এ্যাপ্রেন্টিস এর কাজ কি ?

★ ট্রেড এ্যাপ্রেন্টিস পরীক্ষার মার্ক বন্টন ?

★ রেলওয়ে ট্রেড এ্যাপ্রেন্টিস পদে আবেদনের বয়সসীমা কত ?

★ কীভাবে আবেদন করতে হয় ?

 

ট্রেড এ্যাপ্রেন্টিস কি

এ্যাপ্রেন্টিস কথাটির বাংলা অর্থ হলো শিক্ষানবিশ এখানে আপনাকে কাজটি শিখিয়ে দেয়া হবে । এজন্য এ্যাপ্রেন্টিস এর কাজটিকে শিক্ষানবিশ বলা হয় । বেশির ভাগ এ্যাপ্রেন্টিস ট্রেনিং এর ক্ষেত্রেই ২ (দুই) রকমের ট্রেনিং দেয়া হয়ে থাকে একটি হলো Practical এবং অন্যটি হলো Theoretical, অবশ্য (কিছু কিছু এ্যাপ্রেন্টিস এর ক্ষেত্রে শুধু মাত্র Practical হয় Theoretical হয় না ) ট্রেড এ্যাপ্রেন্টিস বিভিন্ন প্লাটফর্মের থাকে যেমন গাড়ি, ট্রেন, জাহাজ, স্টিমার এমনকি প্লেনের ও থাকে ।

বি:দ্র: ট্রেড এ্যাপ্রেন্টিস নিয়োগটি যেহেতু রেলওয়েতে দেয়া তাই নিয়োগকারীদের কর্মস্থল রেলওয়ের ওয়ার্কসপেই দেয়া হবে ।

 

ট্রেড এ্যাপ্রেন্টিস এর কাজ কি

ট্রেড এ্যাপ্রেন্টিস এর কাজটিতে আপনাকে Practically ক্লাস নেয়া হবে এবং বিভিন্ন বিষয় বুঝানো হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে যে প্লাটফর্মে কাজ করার জন্য দেয়া হবে যেমন রেলের এ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে রেলের চাকা ঠিক করা থেকে শুরু করে রেলের বিভিন্ন যন্ত্রপাতি এবং রেলের বিভিন্ন কোচ সম্বন্ধে ধারনা দেয়া হবে এক কথায় বলতে গেলে ট্রেনের ওয়ার্কশপে যে সমস্যা গুলো হবে যেমন একটি ট্রেন আসলে সেটাকে মেরামত করা বা ঠিক করা হয়, সেই সময় এ্যাপ্রেন্টিসদের ১,২ ও ৩ গ্রেডের টেকনিশিয়ানদের সাথে থেকে তাদের সহযোগিতা করতে হয় এবং তাদের সাথে থেকে হাতে হাতে কাজটি করতে হয় এর সাথে কাজটিও শিখে নিতে হয় “ মূলত ট্রেড এ্যাপ্রেন্টিস এর কাজটি অনেকটা হেল্পারের মত ” । সহজ ভাবে বলতে গেলে ১,২ ও ৩ গ্রেডের টেকনিশিয়ানের সাথে থেকে তাদের কাজে সহযোগিতা করা বা হেল্পার হিসেবে থেকে কাজটি শিখে নেয়া । “ ট্রেড এ্যাপ্রেন্টিস কি এবং এর কাজ কি ”

 

ট্রেড এ্যাপ্রেন্টিস পরীক্ষার মার্ক বন্টন

ট্রেড এ্যাপ্রেন্টিস পদের জন্য ১০০ মার্কের পরীক্ষা নেয়া হয় এর মধ্যে লিখিত নেয়া হয় ৭০ এবং মৌখিক ৩০ নম্বর । ৫০% নম্বর পাশ নম্বর হিসেবে বিবেচিত হবে । মানে ১০০ নম্বরের পরীক্ষায় সর্বনিম্ন ৫০ নম্বর পেলে আপনি মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন ।

 

রেলওয়ে ট্রেড এ্যাপ্রেন্টিস পদে আবেদনের বয়সসীমা কত

রেলওয়ে ট্রেড এ্যাপ্রেন্টিস পদে ১৬ থেকে ২০ বছরের প্রার্থীগণ আবেদন করতে পারবেন কিন্তু আবেদনের সর্বনিম্ন যোগ্যতা এসএসসি পাশ থাকতে হবে । সাধারণত রেলওয়েতে ট্রেড এ্যাপ্রেন্টিস পদেই শুধু ১৬ থেকে ২০ বছরের প্রার্থীগণ নিয়োগ দেয়া হয় ।

 

কীভাবে আবেদন করতে হয়

রেলওয়ে ট্রেড এ্যাপ্রেন্টিস আবেদন অফলাইনে করতে হয় । অনলাইনে রেলওয়ে ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে সেটি স্বহস্থে পূরন করে ডাকযোগে প্রেরণ করতে হবে এবং ১০০/- টাকা মূল্যের ব্যাংক ড্রাফট করে ট্রেজারি চালানের মূল কপি আবেদন পত্রের সঙ্গে জমা দিতে হবে । আবেদনপত্র প্রেরনকালে খামের বাম দিকের উপরের অংশে পদের নাম ও প্রার্থীর জেলার নাম স্পষ্টাকারে লিখতে হবে । ডাক টিকেটসহ আবেদনকারীর ঠিকানা লেখা দুইটি খাম আবেদনের সাথে দাখিল করতে হবে ।

 

“ এতক্ষন ধৈর্য্য ধরে পুরো পোষ্টটি পরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আশা করি রেলওয়ে ট্রেড এ্যাপ্রেন্টিস পদ নিয়ে আপনাদের মনে আর কোনো সংশয় থাকবে না তার পর ও যদি কোনো বিষয় জানার ইচ্ছা থাকে তাহলে সেটি নিচের মন্তব্য করুন বক্সে জানিয়ে দিন, যত দ্রুত সম্ভব আমরা আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব । ”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category