রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৯:৪১ অপরাহ্ন
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর নিম্ন উল্লেখিত পদ সমূহের জন্য স্থায়ী ভিত্তিতে লোক বল নিয়োগের জন্য এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরির সন্ধানী আগ্রহী প্রার্থীরা চাইলে আবেদন করতে পারেন। উক্ত নিয়োগে বিএনসিসি ৭টি পদে মোট ৪২ জনকে নিয়োগ করবে। এতে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। নিচে সর্ম্পূণ নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত তুলে ধরা হলে:
পদের নাম: | সুপারিনটেনডেন্ট, অফিস সহকারী, ড্রাইভার, অফিস সহায়ক, মালী, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী |
---|---|
পদ সংখ্যা: | ৪২ টি |
শিক্ষাগত যোগ্যতা: | নিচের পুরো বিজ্ঞপ্তিটি দেখুন |
চাকরির ধরন: | স্থায়ী |
বয়স: | ১৮-৩০ বছর |
আবেদন শুরু: | ২২-১১-২০২০ ইং |
আবেদন শেষ: | ২১-১২-২০২০ ইং |
আবেদন করতে: | এই লিংকে প্রবেশ করুন |
আবেদন ফি: | ১ম ৩টি পদের জন্য ১১২/- টাকা পরবর্তী ৪টি পদের জন্য ৫৬/- টাকা |
পদের নাম ও বেতন | মোট পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
---|---|---|
সুপারিনটেনডেন্ট; গ্রেড: ১২; (১১,৩০০ – ২৭,৩০০/-) | ০২ টি | সরকারী অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। |
অফিস সহকারী; গ্রেড: ১৬; (৯,৩০০ – ২২,৪৯০/-) | ১৪ টি | উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। |
ড্রাইভার; গ্রেড: ১৬;(৯,৩০০ – ২২,৪৯০/-) | ০৪ টি | ৮ম শ্রেণী পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে পাশাপাশি, ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
অফিস সহায়ক; গ্রেড: ২০; (৮,২৫০ – ২০,০১০/-) | ০৮ টি | মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উর্ত্তীণ হতে হবে। |
মালী; গ্রেড: ১৬; গ্রেড: ২০; (৮,২৫০ – ২০,০১০/-) | ০৩ টি | ৬ষ্ঠ শ্রেণী পাস। বাগান তৈরী ও রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। |
নিরাপত্তা প্রহরী; গ্রেড: ২০; (৮,২৫০ – ২০,০১০/-) | ০৮ টি | ৬ষ্ঠ শ্রেণী পাস এবং নিরাপত্তা প্রহরী কাজে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। |
পরিচ্ছন্নতাকর্মী; গ্রেড: ২০; (৮,২৫০ – ২০,০১০/-) | ০৩ টি | অক্ষরজ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। |
আবেদন ফরম ও ফি জমা দেওয়ার শুরুর তারিখ ২২-১১-২০২০ ইং সকাল ০৯.০০ টা হতে
আবেদন ফরম ও ফি জমা দেওয়ার শেষের তারিখ ২১-১২-২০২০ ইং বিকাল ৫.০০ টা পর্যন্ত
Leave a Reply