রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ :বাংলাদেশ মেরিন একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি, নিম্নলিখিত সামুদ্রিক শিক্ষা / প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিতে ২০২২-২২২২ তে ক্যাডেট ভর্তির জন্য অনলাইনে আবেদন আমন্ত্রণ করা হচ্ছে।
Bangladesh Marine Academy Job Circular 2021:Online application is being invited for cadet admission in the following Maritime Education / Training Institutions in 2021-2022.
উক্ত বিষয়ে কিছু কথা :মুক্তিযুদ্ধের ১০ বছর আগে ১৯৬২ সালে মেরিন একাডেমী প্রতিষ্ঠিত হয় । তখন অবশ্য পূর্ব ও পশ্চিম পাকিস্তানে যৌথভাবে কার্যক্রম চলতো এই প্রতিষ্ঠানে।তবে পশ্চিম পাকিস্তান বেশি কর্তৃত্ব দেখাতো। ১৯৭১ স্বাধীনতা লাভের পর মেরিন একাডেমীর পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশ সরকার । বর্তমানে এটি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। নৌ-বিদ্যা এবং নৌ-প্রকৌশল বিদ্যা দেয়া হয় মেরিন একাডেমীতে। বর্তমানে প্রতিবছর ৮০০ টিরো ক্যাডেট একাডেমীতে নিয়োগ প্রাপ্ত হয়।
Bangladesh Marine Academy Job Circular 2021 | |
---|---|
নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশের বিভিন্ন মেরিন একাডেমী |
পদ সংখ্যা: | ৮১৩টি |
আবেদন শুরু: | ০৭-০২-২০২১ ইং |
আবেদন শেষ: | ০৫-০৩-২০২১ ইং |
আবেদন করতে: | এই লিংকে প্রবেশ করুন |
মেরিটাইম শিক্ষা/ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নাম | আসন সংখ্যা |
---|---|
বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম | পুরুষ-১৬০ জন ও মহিলা-২০ জন |
বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা | পুরুষ-৫০ জন |
বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল | পুরুষ-৫০ জন |
বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর | পুরুষ-৫০ জন |
বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট | পুরুষ-৫০ জন |
মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম | পুরুষ-৬৫ জন ও মহিলা-০৫ জন |
ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা | পুরুষ-১০০ জন |
মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম | পুরুষ-৬০ জন |
ওসেন মেরিটাইম একাডেমি, চট্টগ্রাম | পুরুষ-১০০ জন |
ওয়েষ্টার্ণ মেরিটাইম একাডেমি, ঢাকা | পুরুষ-৫৩ জন |
ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা | পুরুষ-৫০ জন |
আবেদনের যোগ্যতা |
---|
(ক) বয়স সর্বোচ্চ ২১ বছর (পুরুষ/মহিলা) হতে হবে। আবেদনকারীদের যোগ্যতা,”বাংলাদেশ নৌ-বাণিজ্যিক জাহাজ অফিসার ও নাবিক প্রশিক্ষণ, সনদায়ন, নিয়োগ, কর্মঘন্টা এবং ওয়াচকিপিং বিধিমালা, ২০১১” অনুসারে নির্ধারিত হবে অথবা সমমান হবে। (খ) শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি এবং এইচএসসি পরিক্ষায় বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ অর্থাৎ ৬০% নম্বর অথবা জিপিএ ৩.৫০ প্রাপ্ত হইয়া উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি পরিক্ষায় পদার্থবিদ্যা ও গণিতসহ প্রথম বিভাগ অর্থাৎ ৬০% নম্বর বা জিপিএ ৩.৫০ থাকতে হবে এবং পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে আলাদাভাবে ৬০% নম্বর এবং ইংরজি বিষয়ে ৫০% নম্বর প্রাপ্ত হইয়া উত্তীর্ণ হতে হবে; ইংরেজিতে ৫০% নম্বর ঘাটতি থাকলে IELTS পরিক্ষায় ৫.৫ স্কোর থাকতে হবে বা সমমানের হতে হবে। |
আবেদন ফরম ও ফি জমা দেওয়ার শুরুর তারিখ ০৭-০২-২০২১ ইং
আবেদন ফরম ও ফি জমা দেওয়ার শেষের তারিখ ০৫-০৩-২০২১ ইং
Leave a Reply