মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন
CBC Job Circular 2021:কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামের অধীনে নিম্নবর্ণিত ৪টি পদে মোট ০৮ জনকে নিয়োগ দেবে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিচে বিস্তারিত দেওয়া হল।
কাস্টমস বন্ড কমিশনারেট এর খবরসহ সমগ্র বাংলাদেশের সকল প্রকার সরকারী চাকরি এবং বেসরকারী চাকরির খবরের আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন চাকরিখুজুঁন.কম ওয়েবসাইট। কেননা, চাকরিখুজুঁন.কম মূলত চাকরির সকল প্রকার খবর নিয়ে তৈরী করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট খবর এই ওয়েভসাইটে নিয়মিত পোষ্ট করা হয়ে থাকে।
Customs Bond Comissionarate(CBC) Job Circular | |
---|---|
নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম: | কাস্টমস বন্ড কমিশনারেট |
পদ সংখ্যা: | ০৮ টি |
শিক্ষাগত যোগ্যতা: | নিচের ছকটি দেখুন |
চাকরির ধরন: | অস্থায়ী |
বয়স: | ১৮-৩০ বছর |
আবেদন ফি | ৳১০০/= |
আবেদন শেষ: | ১৫-০২-২০২১ ইং |
আবেদন প্রক্রিয়া: | আবেদনপত্র নির্দিষ্ট সময় ও তারিখের মধ্যে কমিশনার, কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম এর দপ্তরে পৌঁছতে হবে। |
পদের নাম | মোট পদ সংখ্যা | যোগ্যতা |
---|---|---|
উচ্চমান সহকারী | ০৪টি | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/ সমমানের ডিগ্রি । |
সাঁট লিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | ০১টি | উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট(এইচ.এস.সি) বা সমমান পরীক্ষায় উত্তির্ণ। কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁট-লিপি পরীক্ষার গতি: ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে ১০০ ও ৭০ শব্দ এবং কম্পিউটারে মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি: ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ। |
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | ০১টি | উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট(এইচ.এস.সি) বা সমমান পরীক্ষায় উত্তির্ণ। কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং/ ডাটা এন্ট্রি ও টাইপিং এ সর্বনিম্ন গতি: ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ২০ শব্দ। |
ড্রাইভার | ০২টি | অষ্টম শ্রেনী পাস এবং ড্রাইভিং লাইসেন্সসহ ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। |
আবেদন ফরম ও ফি জমা দেওয়ার শেষের তারিখ ১৫-০২-২০২১ ইং বিকাল ৫.০০ টা পর্যন্ত
Leave a Reply