শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন
CID Job Circular 2021: বাংলাদেশ পুলিশ, সিআইডি’র নিমোক্ত পদে নিয়োগে জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বাংলাদেশের সকল যোগ্যতা সম্পন্ন নাগরিকগণ আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে আবেদন করার জন্য নির্ধারিত ফরম ডাউনলোড পূর্বক যথাযথভাবে পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ফরম পাবার জন্য নিচের দেয়া আবেদন ফরম বাটনটি ক্লিক করুন। সঠিকভাবে আবেদন ফরম পূরণ করার জন্য নিম্নে বর্ণিত অথবা নিয়োগে দেয়া শর্তাবলিগুলো একনজরে দেখে নিন।
বাংলাদেশ পুলিশ সহ সমগ্র বাংলাদেশে সরকারী বেসরকারী সকল প্রকার চাকরির খোজ খবর রাখতে প্রতিদিন চাকরিখুজুঁন.কম ওয়েবাসাইট ভিজিট করুন।
Criminal Investigation Department (CID) Job Circular 2021 | |
---|---|
পদের নাম: | অফিস সহায়ক |
পদ সংখ্যা: | ২০ টি |
বেতন: | ৮,২৫০-২০,০১০/- |
গ্রেড: | ২০ |
শিক্ষাগত যোগ্যতা: | এসএসসি পাস। |
চাকরির ধরন: | স্থায়ী |
বয়স: | ১৮-৩০ বছর |
আবেদন শেষ: | ২৩-০১-২০২১ ইং |
আবেদন ফরম পেতে: | এই লিংকে প্রবেশ করুন |
আবেদন ফি: | ৫০/- |
চালান নং: | ১-২২১১-০০০০-২০৩১ |
আবেদন ফরম ও ফি জমা দেওয়ার শেষের তারিখ ২৩-০১-২০২১ ইং অফিস চলাকালীন সময় পর্যন্ত
১। আবেদনকারীকে আবেদন করার জন্য নির্ধারিত ফরম পূরণ করে স্বাক্ষর পূর্বক আবেদন করতে হবে।
২। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত আইজিপি, সিআইডি হেডকোর্য়াটাস, মালিবাগ, ঢাকা-১২১৭ বরাবর পৌছঁতে হবে।
৩। চাকরিরত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৪। আবেদনপত্র প্রেরণের খামের উপর পদের নাম, নিজ জেলা ও বিশেষ কোটার নাম উল্লেক করতে হবে।
৫। পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা অতিরিক্ত আইজিপি, সিআইডি, ঢাকা বরাবর ট্রেজারী চালানের মাধ্যমে জমাদান পূর্বক চালানের মূল কপি আবেদনপত্রের সাধে সংযুক্ত করতে হবে। চালান কোড: ১-২২১১-০০০০-২০৩১।
৬। আবেদনপত্রের সাথে নাম ঠিকান সম্বলিত ১০/- টাকার ডাকটিকেট লাগানো একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। ফেরত খামের সাইজ ১০×৪ ইঞ্চি।
আরো বিস্তারিতভাবে জানতে নিচের দেয়া অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।
আস্সালামু আলাইকিুম। আমি সিলেট থেকে 19এ জানুয়ারি মুক্তিযোদ্ধা কোটা থেকে আবেদন করেছি। এখনো কোন মেসেজ আসনি। একটু ধারণা দিতে পারবেন, কতো তারিখে মেসেজ আসতে পারে ?
আস্সালামু আলাইকুম। আমি সিলেট থেকে 19 এ জানুয়ারী মুক্তিযোদ্ধা কোটা থেকে আবেদন করেছি। এখনো কোনো মেসেজ আসেনি। কতো তারিখে মেসেজ আসবে একটু ধারণা দিলে ভালো হতো, প্রিজ