GSB Job Circular 2021 বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ

  • আপডেটের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
GSB Job Circular 2021

GSB Job Circular 2021: বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) ৩ টি পদে মোট ৩২ জনকে নিয়োগ এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিচে বিস্তারিত পড়ুন।


বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এর নিয়োগের খবরসহ সমগ্র বাংলাদেশের সকল প্রকার সরকারী চাকরি এবং বেসরকারী চাকরির খবরের আপডেট তথ্য পেতে প্রতিদিন ভিজিন করুন চাকরিখুজুঁন.কম ওয়েবাসাইট। কেননা, চাকরিখুজুঁন.কম মূলত চাকরির সকল প্রকার খবর নিয়ে তৈরী করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট খবর এই ওয়য়েভসাইটে নিয়মিত পোষ্ট করা হয়ে থাকে। যারা নিয়মিত সকল প্রকার চাকরির খবর অনলাইনে ঘরে বসেই পেতে চান, তারা প্রতিদিন ভিজিট করুন চাকরিখুজুঁন.কম ওয়েবাসইট।


Geological Survey of Bangladesh (GSB) Job Circular 2021
নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর
পদ সংখ্যা: ৩২ টি
শিক্ষাগত যোগ্যতা: নিচের ছকটি দেখুন
বয়স: ১৮-৩০ বছর
আবেদন শুরু: ১১-০২-২০২১ ইং
আবেদন শেষ: ০৫-০৩-২০২১ ইং
আবেদন করতে: এই লিংকে প্রবেশ করুন

পদের নাম ও বেতন মোট পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা
ড্রাইভার (৯,৩০০-২২,৪৯০/=) ০৭টি ক) স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট(জে.এস.সি) বা সমমান পরীক্ষায় উত্তির্ণ।
খ) হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স।
গ) অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।
অফিস সহায়ক (৮,২৫০-২০,০১০/=) ১৪টি ক)স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট(এস.এস.সি) বা সমমান পরীক্ষায় উত্তির্ণ
নিরাপত্তা প্রহরী (৮,২৫০-২০,০১০/=) ১১টি ক) স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট(জে.এস.সি) বা সমমান পরীক্ষায় উত্তির্ণ
খ) পার্থীকে সুসাস্থের অধিকারি হতে হবে।

যেসকল জেলার প্রার্থীগণ নিয়োগ-এ আবেদন করতে পারবেন:

ড্রাইভার পদের ক্ষেত্রেঃমাদরিপুর, শরিয়তপুর, চাদঁপুর, কুমিল্লা, জয়পুরহাট, যশোর, মাগুরা, বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী।।
অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের ক্ষেত্রেঃনারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কুমিল্লা, খাগরাছড়ি, জয়পুরহাট, সিরাজগঞ্জ, দিনাজপুর, নিলফামারী, কুলনা, ঝিনাইদহ, নড়াইল, বরিশাল, বরগুনা, পটুয়াখালী ও হবিগঞ্জ।
তবে সরকারি/ বেসরকারি এতিমখানার নিবাসী ও শরিীরিক প্রতিবন্ধিগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।


আবেদন শুরু ও শেষ তারিখ

আবেদন ফরম ও ফি জমা দেওয়ার শুরুর তারিখ ১১-০২-২০২১ ইং সকাল ১০.০০ টা হতে
আবেদন ফরম ও ফি জমা দেওয়ার শেষের তারিখ ০৫-০৩-২০২১ ইং সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত


বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১




সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর যেভাবে পেমেন্ট প্রদান করবেন:

Applicants Copy তে উল্লেখিত User ID নম্বর ব্যবহার করে নিমোক্ত পদ্বতিতে যে কোনো টেলিটক প্রি-পেইড নাম্বারের মাধ্যমে ২টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৳১১২/- টাকা এবং ৫৬/- টাকা সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে প্রদান করতে হবে।

✔ ১ম SMS: GSB <স্পেস> User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: GSB ABDFJO
Reply SMS: Applicant’s Name, TK.112/- OR 56/- will be charged for application fee of GSB.
Your Pin is 12345678. To pay fee Type GSB <স্পেস> Yes <স্পেস> pin_no and send to 16222.

✔ ২য় SMS: GSB <স্পেস> Yes <স্পেস> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: GSB YES 12345678.
Reply: Congrats! Applicant’s Name, payment completed for GSB.
User ID (ABCDEF), Password (xxxxxxx).


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category