রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৬:০৫ পূর্বাহ্ন
Ministry Of Land Job Circular 2021: ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়ধীন “মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং” প্রকল্পের অধীনে স্থানীয়ভিত্তিতে পরামর্শক হিসাবে নিম্নবর্ণিত পদে প্রকল্প মেয়াদকালীন চুক্তি ভিত্তিক নিয়োগের জন্য পার্শ্বে উল্লেখিত যোগ্যতা ও অভিজ্ঞা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করেছে। এ প্রকল্পের অনুমোদিত ডিপিপিতে বর্ণিত হারে মাসিক সম্মানী প্রাপ্ত হবেন।
ভূমি মন্ত্রণালয় সকল চাকরির আপডেট তথ্য পেতে প্রতিদিন ভিজিট করুন চাকরিখুজুঁন.কম। ভূমি মন্ত্র্রণালয় সহ সমগ্র বাংলাদেশের সরকারী এবং বেসরকারী চাকরির তথ্য পেতে সঙ্গেই থাকুন চাকরিখুজুঁন.কম ওয়েবসাইটের।
Ministry Of Land Job Circular 2021 | |
---|---|
পদের নাম: | টীম লিডার, পরিবীক্ষণ ও মূল্যায়ন স্পেশালিস্ট, জিআইএস এন্ড রিমোট সেন্সিং স্পেশালিস্ট, অফিস এন্ড ফাইন্যান্স ম্যানেজার, ডেটা প্রোগ্রামার, ডিআইএস এবং রিমোট সেন্সিং এনালিষ্ট, ডাটা প্রসেসর, গবেষণা সহযোগী |
পদ সংখ্যা: | ২৬ টি |
বয়স: | ১৮-৬৭ বছর |
আবেদন শেষ: | ০২-০২-২০২১ ইং |
আবেদন করতে: | এই লিংকে প্রবেশ করুন |
আবেদন ফরম ও ফি জমা দেওয়ার শেষের তারিখ ০২-০২-২০২১ ইং
১। ভূমি মন্ত্রণালয় এর ওয়েবসাইট হতে আবেদনপত্র ও জীবন বৃত্তান্ত সংক্রান্ত নির্ধারিত ছক ডাউনলোড করে তা পূরন পূর্বক আবেদনপত্র দাখিল করতে হবে। অন্যান্য তথ্যাদি ওয়েবাসাইটে পাওয়া যাবে।
২। আগামী ০২ ফেব্রুয়ারী ২০২১খ্রি: তারিখের মধ্যে সচিব, ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-কে সম্বোধন করে আবেদনটি প্রকল্প পরিচালক , মৌজা প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প ৩/এ নীলক্ষেত (২য় তলা), বাবুপুরা, ঢাকা-১২০৫ এর কার্যালয়ে ডাকযোগে পৌছঁতে হবে।
৩। আবেদনপত্রের সাথে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ৩কপি সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা / অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
৪। খামের পদের নাম অব্যশই উল্লেখ করতে হবে এবং ১০/- টাকা মূল্যে ডাক টিকেট সম্বলিত ফেরত খাম সংযুক্ত করতে হবে।
৫। চাকুরিত প্রার্থীদের স্ব স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে।
Leave a Reply