সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০২:৩৪ পূর্বাহ্ন
Ministry of Textile & Jute Job Circular 2021:বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত ৫টি পদে মোট ১৯ জনকে অস্থায়ী ভিত্তিতে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। নিচে বিস্তারিত দেখুন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিয়োগের খবরসহ সমগ্র বাংলাদেশের সকল প্রকার সরকারী চাকরি এবং বেসরকারী চাকরির খবরের আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন চাকরিখুজুঁন.কম ওয়েবসাইট। কেননা, চাকরিখুজুঁন.কম মূলত চাকরির সকল প্রকার খবর নিয়ে তৈরী করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট খবর এই ওয়েভসাইটে নিয়মিত পোষ্ট করা হয়ে থাকে।
Department of Military Lands and Cantonment(motj)Job Circular 2021 | |
---|---|
নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম: | বস্ত্র ও পাট মন্ত্রণালয় |
পদ সংখ্যা: | ১৯ টি |
শিক্ষাগত যোগ্যতা: | নিচের ছকটি দেখুন |
আবেদন শুরু: | ২৬-০১-২০২১ ইং |
আবেদন শেষ: | ২৫-০২-২০২১ ইং |
আবেদন করতে: | এই লিংকে প্রবেশ করুন |
পদের নাম ও বেতন | মোট পদ সংখ্যা | যোগ্যতা |
---|---|---|
সাঁট-মূদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (১১,০০০-২৬,৫৯০/=) | ০৪টি | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/ সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁট-লিপি পরীক্ষার গতি: ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে ৭০ ও ৪৫ শব্দ। কম্পিউটারে মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি: ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ। কম্পিউটার Word pecessing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। |
কম্পিউটার অপারেটর (১১,০০০-২৬,৫৯০/=) | ০৪টি | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে শ্রেনীর স্নাতক ডিগ্রি/ সমমানের ডিগ্রি। কম্পিউটারে মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি: ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ এবং সংশ্লীষ্ট বিষয়ে Standard Aptitude এ উত্তীর্ণ হতে হবে। |
ক্যাশিয়ার(১০,২০০-২৪,৬৮০) | ০১টি | স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বানিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটার Word pecessing কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। |
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (৯,৩০০-২২,৪৯০/=) | ০২টি | স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট(এইচ.এস.সি) বা সমমান পরীক্ষায় উত্তির্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটারে মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি: ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ। কম্পিউটার Word pecessing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। |
অফিস সহায়ক (৮,২৫০-২০,০১০/=) | ০৮টি | মাধ্যমিক সার্টিফিকেট(এস.এস.সি) বা সমমান পরীক্ষায় উত্তির্ণ। |
আবেদন ফরম ও ফি জমা দেওয়ার শুরুর তারিখ ২৬-০১-২০২১ ইং সকাল ১০.০০ টা হতে
আবেদন ফরম ও ফি জমা দেওয়ার শেষের তারিখ ২৫-০২-২০২১ ইং বিকাল ৫.০০ টা পর্যন্ত
Leave a Reply