রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৫:৪৭ পূর্বাহ্ন
Narayanganj Police Super Office Job Circular 2021: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের নিম্ন বর্ণিত পদ সমূহের প্রচলিত নিয়োগ বিধি ও শর্তানুযায়ী অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগে নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ যোগ্যতা এবং আগ্রহ থাকলে আবেদন করতে পারবেন। আবেদন করার নিয়মাবলি এবং বিস্তারিত জানতে নিচের দেয়া অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এক নজরে দেখে নিন।
নারায়ণগঞ্জ জেলা সকল চাকরির খবরসহ সমগ্র বাংলাদেশের সকল প্রকার সরকারী চাকরি এবং বেসরকারী চাকরির খবরের আপডেট তথ্য পেতে প্রতিদিন ভিজিন করুন চাকরিখুজুঁন.কম ওয়েবাসাইট। কেনান, চাকরিখুজুঁন.কম মূলত চাকরির সকল প্রকার খবর নিয়ে তৈরী করা হয়েছে। যা শুধু চাকরি সন্ধানী প্রার্থীদের কথা মাথায় রেখে এই ওয়েবাসাইটটি প্রকাশ করা হয়েছে। তাই, যারা নিয়মিত সকল প্রকার চাকরির খবর অনলাইনে ঘরে বসেই পেতে চান, তারা প্রতিদিন ভিজিট করুন চাকরিখুজুঁন.কম ওয়েবাসইট।
Narayanganj Police Super Office Job Circular 2021 | |
---|---|
সংস্থার নাম: | নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় |
পদের নাম: | বাবুর্চি, পরিচ্ছন্নতা কর্মী |
পদের সংখ্যা: | ০৩ টি |
বয়স সীমা: | ১৮-৩০ বছর |
গ্রেড: | ২০ তম |
শিক্ষাগত যোগ্যতা: | অষ্টম শ্রেণী পাস এবং শারীরিক যোগ্যতা থাকতে হবে। |
চাকরির ধরন: | অস্থায়ী |
আবেদন শেষ: | ১২-০২-২০২১ ইং |
আবেদন ফরম পেতে: | এই লিংকে প্রবেশ করুন |
আবেদন ফি: | ৫০/- ট্রেজারী চালান সোনালী ব্যাংক হতে |
চালান নং: | ১-২২১১-০০০০-২০৩১ |
আবেদন ফরম ও ফি জমা দেওয়ার শেষের তারিখ ১২-০২-২০২১ ইং
১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং নারায়ণগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে।
২। আবেদন পত্রে ক)প্রার্থীর নাম, খ) পিতা/ স্বামীর নাম, গ) মাতার নাম, ঘ) স্থায়ী ও বর্তমান ঠিকানা, ঙ) জাতীয়তা, চ) ধর্ম, ছ) জন্ম তারিখ, জ) বয়স, ঝ) শিক্ষাগত যোগ্যতা, ঞ) অধিক অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে, ট) অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।
৩। আবেদনপত্রের সাথে যেসকল কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে তা নিচের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি হতে দেখে নিন।
৪। আবেদনপত্রে পুলিশ সুপার, নারায়ণগঞ্জ বরাবর আগামী ১২-০২-২০২১খ্রি: তারিখের মধ্যে অব্যশই ডাকযোগে পৌছঁতে হবে। হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
৫। সত্যায়নে ক্ষেত্রে সত্যায়নকারীর নাম, পদবী এবং সীলমোহর সু-স্পট ভাবে যুক্ত করতে হবে।
৬। আবেদনপত্রের সহিত প্রার্থীর নাম ও ঠিকানা সম্বলিত ১০ টাকার মূল্যমানের অব্যবহৃত ডাকটিকেট যুক্ত ১০×৪ ইঞ্চি সাইজের ফেরত খাম প্রদান করতে হবে।
৭। আবেদনকারীকে কম্পিউটার হতে নিমোক্ত আবেদপত্রের ছকে A4 সাইজের প্রিন্ট করে ছকের খালিঘর স্ব-হস্তে পূরণ করতে হবে।
Leave a Reply