রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৪:৫২ পূর্বাহ্ন
Prime Minister Office (PMO) Job Circular 2021: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি দপ্তরের বিশাল সংখ্যক শূন্যপদে লোকবল নিয়োগের জন্য এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উক্ত নিয়োগে বাংলাদেশে সকল যোগ্যতা সম্পন্ন নাগরিকগণ আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক যা আগামী ১০/০১/২০২১খ্রি: তারিখ হতে শুরু হবে। এই নিয়োগে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আবেদনের নিয়মাবলি সহ বিজ্ঞপ্তিটির বিস্তারিত তথ্য জানতে নিচের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল নিয়োগ সহ সমগ্র দেশের সরকারী বেসরকারী যেকোন নিয়োগের খোজ খবর রাখতে চোখ রাখুন এই ওয়েবাসাইটে। কেননা, এই ওয়েবসাইটটি চাকরি সন্ধানীদের কথা চিন্তা করেই তৈরী করা হয়েছে। যার ফলে এই ওয়েবাসাইটে শুধু চাকরি সংক্রান্ত টপিক প্রকাশ করে থাকে। চাকরিখুজুঁন.কম ওয়েবসাইটে প্রতিদিন নিত্য নতুন সকল প্রকার চাকরি প্রকাশ / উপস্থাপন করা হয়ে থাকে। আর এই সকল চাকরি কোন প্রকার অসত্য কিংবা ভিজিটরদের দ্বিধা দন্ধ তৈরী করার জন্য প্রকাশ করা হয় না। তাই, আপনি যদি চাকরিসন্ধানী হয়ে থাকেন। তবে প্রতিদিন চাকরি সংক্রান্ত ওয়েবসাইট অর্থাৎ চাকরিখুজুঁন.কম ওয়েবসাইটে ভিজিট করতে ভূলে যাবেন না।
Prime Minister Office (PMO) Job Circular 2021 | |
---|---|
পদের নাম: | নিচের পুরো বিজ্ঞপ্তিটি দেখুন |
পদ সংখ্যা: | ১৬ টি |
লোকবল নিয়োগ দেবে: | ৯৯০ জন |
শিক্ষাগত যোগ্যতা: | নিচের পুরো বিজ্ঞপ্তিটি দেখুন |
চাকরির ধরন: | স্থায়ী |
বয়স: | ১৮-৩০ বছর |
আবেদন শুরু: | ১০-০১-২০২১ ইং |
আবেদন শেষ: | ২৩-০১-২০২১ ইং |
আবেদন করতে: | এই লিংকে প্রবেশ করুন |
আবেদন ফি: | ৭০০/-, ৫০০/-, ১০০/-, ৫০/- |
আবেদন ফরম ও ফি জমা দেওয়ার শুরুর তারিখ ১০-০১-২০২১ ইং দুপুর ১২.০০ টা হতে
আবেদন ফরম ও ফি জমা দেওয়ার শেষের তারিখ ২৩-০১-২০২১ ইং সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত
১। বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। ৩১ই ডিসেম্বর ২০২০খ্রি: তারিখে।
২। অনলাইনে আবেদন ফরম পূরণ: প্রার্থীকে টেলিটকের ওয়েবসাইট cnp.teletalk.com.bd এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে Online Registration কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।
৩। অনলাইন আবেদন ফরম পূরণ ও অন্যান্য সাধারণ নির্দেশনাবলি উক্ত লিংকে পাওয়া যাবে।
৪। পরীক্ষা ফি: ক্রমিক নং ১-৩ এ উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৭০০/- টাকা, ক্রমিক নং ৪এ বর্ণিত পদের জন্য ফি বাবদ ৫০০/- টাকা, ক্রমিক নং ৫ হতে ১৩ এ উল্লেখিত পদের জন্য ফি ১০০/- এবং ক্রমিক নং ১৪ হতে ১৬ পর্যন্ত পদের জন্য ফি বাবদ ৫০/- টাকা আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে প্রদান করতে হবে।
৫। কর্তৃপক্ষ হ্রাস বা বৃদ্ধিমহ নিয়োগ সংক্রান্ত বিষয়ে যাবতীং ক্ষমতা সংরক্ষণ করে থাকে।
পরামর্শ: শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে চূড়ান্তভাবে আবেদনপত্র জমাদান করতে বিশেষভাবে অনুরোধ করা হল (অনুরোধক্রমে: নিয়োগ বিজ্ঞাপনদাতা)। আবেদন লিংক পেতে নিচের Apply বাটনটি ক্লিক করুন
Leave a Reply